Ranji Trophy 2024 : ভারতীয় ক্রিকেটে এখন সুখের সময়। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জয় সমাপ্ত করে ফেলেছে টিম ইন্ডিয়া। ধর্মশালায় নিয়মরক্ষার শেষ টেস্টে নামবে টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও ভারতের অবস্থান মজবুত। এর মধ্যেই খারাপ খবর ছেয়ে ফেলল ভারতীয় ক্রিকেট মহলকে।
রাজস্থানের জয়পুরে প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার রোহিত শর্মা। জগৎজোড়া টিম ইন্ডিয়ার কিংবদন্তি রোহিত শর্মার মত রাজস্থানের রোহিত-ও ওপেনার ছিলেন। ঘরোয়া ক্রিকেটে বেশ নামি মুখ ছিলেন। কয়েক বছর আগেই ব্যাট-বলের জগৎকে বিদায় জানিয়েছিলেন তিনি।
তবে মাত্র ৪০ বছর বয়সেই দুনিয়াকে বিদায় জানাতে হল। জানা গিয়েছে, লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন তাঁর লিভারের সংক্রমণ বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছিল। জয়পুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের শরণাপন্ন হয়েও যা আর সারিয়ে ওঠা হল না রোহিতের।
তাঁর মৃত্যুর সঙ্গেসঙ্গেই টিম ইন্ডিয়ার রোহিত শর্মার খবর হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পুরোপুরি তথ্য প্রদান না করায় সমর্থকদের মধ্যেও বিভ্রান্তি ছড়ায়। তবে পরে আসল খবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: আম্বানির ছেলের বিয়েতে আমন্ত্রণ পেয়েই পাকিস্তান ছাড়লেন তারকা! বিরাট বিপদে PSL ফ্র্যাঞ্চাইজি
মহাতারকার সমনামী হয়েও রাজস্থানের ক্রিকেটে বেশ খ্যাতি ছিল রোহিতেরও। ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে ৭টি প্ৰথম শ্রেণির ম্যাচ, ২৮ টি লিস্ট-এ ম্যাচ এবং ৪ টি টি২০ ম্যাচ খেলেছেন। তিন ধরণের ক্রিকেটে তাঁর রানসংখ্যা যথাক্রমে ১৬৬, ৮৫০ (৩৫.৪১ গড়) এবং ১৩১ (৩২.৭৫ গড়) রান। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী লেগ স্পিন বোলিংও করতে পারতেন তিনি।
২০০৪ সালে রঞ্জি ট্রফিতে খেলার মাধ্যমে রাজস্থানের জার্সিতে আত্মপ্রকাশ। তারপর ২০১৪-য় শেষ ম্যাচ খেলেন বিজয় হাজারে ট্রফিতে, রাজস্থানের বিপক্ষে। তারপর বাদ পড়েছিলেন। কামব্যাকের সুযোগ না পেয়ে অবসর ঘোষণা করে দেন।
অবসর নেওয়ার পর কোচিংয়ে ঝুঁকেছিলেন তিনি। জয়পুরে আরএস একাডেমি তৈরি করেছিলেন।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।