বিদেশিদের বাদ দিয়ে ভারতীয়দের নিয়েই সংক্ষিপ্ত আইপিএল খেলা হোক। এমনটাই সওয়াল করলেন রাজস্থান রয়্যালস কর্তা। বুধবারেই এমন প্রস্তাব দিলেন রাজস্থান রয়্যালস সিইও রণজিৎ বড়ঠাকুর। বিশ্বে করোনার প্রকোপ কমার কোনও লক্ষণই নেই। মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন অবস্থায় গোটা ভারত জুড়ে লকডাউন ঘোষণা করার আগেই আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। ২৯ মার্চ থেকেই আইপিএল শুরু হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আইপিএল সম্ভবত বাতিল হওয়ার পথে।
সরকারিভাবে অবশ্য এখনও কিছু ঘোষণা করা হয়নি বিসিসিআইয়ের তরফে। এমন অবস্থায় রাজস্থান রয়্যালসের সিইও রণজিৎ বড়ঠাকুর জানালেন, "সম্ভব হলে ভারতীয়দের নিয়েই আইপিএল খেলা হোক। কারণ দিনের শেষে এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।"
গোটা দেশেই এখন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এমন অবস্থায় চলতি মরশুমে আইপিএল বাতিল করার পক্ষে অনেকে। যদিও বোর্ডের অনেকে আবার অগাস্ট-সেপ্টেম্বরের উইন্ডোতে দু-একটি সফর বাতিল করে আইপিএল খেলানোর পক্ষপাতী, টি২০ বিশ্বকাপের আগে।
রাজস্থান রয়্যালসের কর্তা বলে রাখছেন, ফ্রাঞ্চাইজিদের কথা বিবেচনা করে নিশ্চই ভারতীয় বোর্ড শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। "ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আশা করি পরিস্থিতির উন্নতি হলে বিসিসিআইয়ের পক্ষ থেকে সেরা সিদ্ধান্ত নেওয়া হবে।" কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত।
গোটা বিশ্বে করোনার হানায় আক্রান্ত সাড়ে ৮ লাখের বেশি মানুষ। এর মধ্যে ৪২ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। ভারতে আক্রান্তের সংখ্যা ১৬০০। মৃত্যুর সংখ্যা ৪০ এরও বেশি।
গত সপ্তাহে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালসের অন্যতম কর্তা মনোজ বাদালে বলেন, এই মুহূর্তে আইপিএল আয়োজনের সম্ভবনা ভীষণই ক্ষীণ।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট সূচি বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ধাক্কা লেগেছে ক্রিকেট মহলে। এর মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতনে কাটছাঁট করেছেন। মহামারীর মোকাবিলায় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ৬১ মিলিয়ন প্যাকেজের ঘোষণা করেছে।