এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে নিজের নাম চিরস্মরণীয় করে রেখেছেন। রাজস্থান রয়্যালসের সেই তারকা অলরাউন্ডার রাহুল তেওটিয়া এবার বাগদান সেরে ফেললেন বান্ধবীর সঙ্গে। জীবনের নতুন ইনিংস শুরু করলেন তারকা।
নিজেই ইনস্টাগ্রাম একাউন্টে ছবি শেয়ার করে সুখবর দেন ক্রিকেট ভক্তদের। বাগদান অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন কেকেআরের নীতিশ রানা, এবং জয়ন্ত যাদবও। দুজনেই রাহুলের বিয়েতে হাজির ছিলেন।
আরো পড়ুন: ব্যাটম্যানের সঙ্গে ভীষন মিল তেওটিয়ার, পাঁচ ছক্কার পরেই বেরোল নেপথ্য রহস্য
রাজস্থান রয়্যালসের হয়ে তারকা খচিত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তেওটিয়া। ব্যাটের পাশাপাশি বল হাতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। লোয়ার অর্ডারে নেমে তেওটিয়া আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলে গিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের শেলডন কটরেলকে।
এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে প্রায় হারা ম্যাচ জিতিয়ে দেন তিনি। সেই বিখ্যাত ইনিংসের শুরুতে বেশ সমস্যায় পড়েন। ব্যাটে বলে হচ্ছিল না। তার উপর চাপ বাড়ছিল। তারপরেই কটরেলের সেই বহু আলোচিত ওভার। ৩১ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ম্যাচের শেষে।
তেওটিয়া ম্যাচের পরে বলে দেন, “প্রথম ২০ বল ছিল কেরিয়ারের নিকৃষ্টতম। নেটে বেশ ব্যাটে বলে করছিলাম। তবে ম্যাচে সেভাবে বল হিট করতে পারছিলাম না। ডাগ আউট সবাই আমাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিল। কারণ আমি বল ভালোই ওড়াতে পারি। স্রেফ একটা ছক্কার প্রয়োজন ছিল। তারপর এমনিই হয়ে যায়।”
আরব মুলুকের আইপিএল তেওটিয়ার জীবনে স্মরণীয় হয়ে থাকবেন। বিশ্বের নামি দামি বোলারকে ব্যাট হাতে উড়িয়েছেন। টুর্নামেন্টের মাঝপথে আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলির থেকে অটোগ্রাফ করা জার্সিও আদায় করে নেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন