/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/ipl.jpg)
রাজীব শুক্লা ও বিরাট কোহলির সঙ্গে আক্রম। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
আমার জন্য একজন যৌনকর্মীকে জোগাড় করে দাও, তবেই তোমায় দলে খেলার সুযোগ দেব... এক ক্রিকেটারের কাছে এমন আবদারই করেছেন খোদ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ক্রিকেটার ও ক্রিকেট কর্তার এহেন বিস্ফোরক কথোপকথন দেখানো হয়েছে একটি টিভি চ্যানেলে, যা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট মহলে। তাঁর নামে এমন কলঙ্কিত অভিযোগ ওঠার পরের দিনই ইস্তফা দিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মহম্মদ আক্রম সাইফি। যার জেরে ক্রিকেট মাঠের এই নয়া চর্চা নতুন মোড় নিল।
ক্রিকেটার রাহুল শর্মা ও রাজীব শুক্লার এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মহম্মদ আক্রম সাইফির সেই কথোপকথন নিউজ ওয়ান চ্যানেলে সম্প্রচারিত হয়। ওই কথোপকথনে দলে সুযোগ করে দেওয়ার বিনিময়ে রাহুলকে যৌনকর্মী খুঁজে দেওয়ার প্রস্তাব দেন আক্রম। যে কথোপকথন আসার পরেই ইস্তফা দেন আক্রম। পদত্যাগের সত্যতা স্বীকার করেছেন আক্রম। ওই ক্রিকেটারের সব অভিযোগ অস্বীকার করে আক্রম বলেন, "বোর্ড সিইও রাহুল জোহরি ও রাজীব স্যারের কাছে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি। সত্যটা সামনে আসবেই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন।"
তবে শুধু এতেই শেষ নয়, আক্রমের বিরুদ্ধে আরও অভিযোগ করেছেন ওই ক্রিকেটার। আক্রম দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ জানিয়েছেন রাহুল। রাহুল অভিযোগ করেছেন যে, ভুয়ো বয়সের সার্টিফিকেট ইস্যু করে থাকেন আক্রম।
Shocked to hear about the extent of corruption in UP Cricket. Young talent being curbed by corrupt agents asking for favours. Hope @ShuklaRajiv ji ensures a fair investigation and justice to the young talent & helps restore UP Cricket.I stand by all those who have been exploited
— Mohammad Kaif (@MohammadKaif) July 19, 2018
অন্যদিকে, এ ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই দুর্নীতি দমন ইউনিটের প্রধান অজিত সিংকে নির্দেশ দিয়েছে বিসিসিআই। সব অভিযোগের তদন্ত করে অজিত সিংকে রিপোর্ট দিতেও বলা হয়েছে বোর্ডের তরফে। ওই চ্যানেলের থেকে আক্রম-রাহুলের কথোপকথনের অডিও টেপ চেয়েছেন অজিত।
Corruption has been the root cause for the sad state of UP cricket and it stands exposed today. Shame that the future of young talent and UP cricket is compromised for personal gains. Hope fair investigation would help restore the the dignity of the sport to its former glory.
— R P Singh (@rpsingh) July 19, 2018
এদিকে বোর্ডের ৩২নং আইন মোতাবেক, গোটা ঘটনায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে আক্রমকে। বোর্ডে কোনওরকম অভিযোগ উঠলে, তা ফয়সালা করার ভার বর্তায় কমিশনারের উপর। এ ঘটনায় আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বোর্ডের প্রেসিডেন্ট নিযুক্ত কমিশনারকে। এরপরই গোটা বিষয়টি উঠবে ডিসিপ্লিনারি কমিটিতে।
আরও পড়ুন, ধোনির অবসর নিয়ে মুখ খুললেন শাস্ত্রী
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থায় ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা রয়েছে বলেই দাবি করেছেন ওই সংস্থার জয়েন্ট সেক্রেটারি যুধভীর সিং। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা তদন্তের জন্য তৈরি। আমাদের সংস্থায় নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়।’’ অন্যদিকে অভিযোগকারী ক্রিকেটার রাহুলের বিরুদ্ধে সুর চড়িয়ে যুধভীর সিং সংবাদসংস্থা পিটিআই-কে বলেন,‘‘রাহুলের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। ওই দু’জনের কথোপকথন নিয়ে কোনও মন্তব্য করব না।’’
এমন অভিযোগের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন দুই ক্রিকেটার মহম্মদ কাইফ ও আরপি সিং। এদিন টুইট করে এ ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন ওই দুই প্রাক্তন ক্রিকেটার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us