/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/ms-dhoni_-6.jpg)
ব্যাট হাতে স্বমেজাজে ধোনি (টুইটার)
ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে, এমন সম্ভবনা উড়িয়ে দিয়েছেন প্রায় প্রত্যেকেই। ধোনির উপরেই প্রত্যাবর্তনের সিদ্ধান্তের দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। রবি শাস্ত্রী, বিরাট কোহলি প্রত্যেকেই ধোনির অবসরের নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে মহেন্দ্র সিং ধোনিকে খোলাখুলি সমর্থন জানালেন আইপিএল চেয়ারম্যান। রাজীব শুক্লা বলে দিলেন ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে।
পাশাপাশি তিনি আরও জানিয়ে দিয়েছেন, অবসর কখন নেবে, সেই সিদ্ধান্ত ধোনির উপরেই ছেড়ে দেওয়া হোক। ইন্দোরে এক অনুষ্ঠানে ধোনির প্রসঙ্গ উঠতেই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন, "ধোনি একজন গ্রেট ক্রিকেটার। ও কখন অবসর নেবে, সেই সিদ্ধান্ত ওকেই নিতে হবে।"
আরও পড়ুন শচীন-কন্যার প্রেমে পড়লেন নাইট সুপারস্টার শুবমান? ছবিতে রইল জল্পনার কারণ
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের নিজস্ব ক্রিকেট নীতির কথাও জানিয়েছেন তিনি। ভারতীয় বোর্ড ক্রিকেটারের অবসরের বিষয়ে হস্তক্ষেপ করে না, জানিয়েছেন তিনি।
২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। সীমিত ওভারের ক্রিকেটে তিনি নিয়মিত সদস্য ছিলেন। তবে বিশ্বকাপে সেমিফাইনালের পর থেকেই ধোনি নিজেকে জাতীয় দলের বাইরে রেখেছেন। প্রায় একবছর হতে চলল, ধোনিকে দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে।
আরও পড়ুন বাইশ গজের মতো প্রেমের ইনিংসেও ছক্কা রাসেলের, সঙ্গিনী সুন্দরী লোরা
টানা ছয়মাস ক্রিকেটের বাইরে থাকায় ধোনিকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাতিল করা হয়েছে। প্রায় প্রতিদিনই ধোনির অবসরের প্রসঙ্গ উঠছে। কোহলি, শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে একাধিকবার ধোনির অবসরের বিষয়ে মুখ খুলতে হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ধোনি আইপিএলে খেলে শেষবারের মতো টি২০ বিশ্বকাপে খেলতে চান। সেই কারণে আইপিএলকেই তিনি পাখির চোখ করছেন। এর মধ্য়েই ধোনির অবসর নিয়ে পাশে দাঁড়ালেন আইপিএল বস রাজীব শুক্লা।