Advertisment

Niranjan Shah: মোদি স্টেডিয়ামের পাশেই হবে শাহ স্টেডিয়াম! ভারতের তৃতীয় টেস্টের আগেই এল বিরাট আপডেট

Rajkot Stadium to be named as Niranjan Shah stadium : ভারতে শুধুমাত্র ক্রিকেট প্রশাসকই নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও ক্রিকেট স্টেডিয়ামের নামাঙ্করণ করার ইতিবৃত্ত রয়েছে। কয়েক বছর আগেই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নামকরণ হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Narendra Modi Stadium, BCCI, Jay Shah

Narendra Modi stadium: ফের নতুন স্টেডিয়ামের নামকরণ দেখছে ভারতীয় ক্রিকেট (টুইটার)

Niranjan Shah Cricket Stadium: ভারত তৃতীয় টেস্টে নামছে রাজকোটে। সেই টেস্টে নামার আগেই সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে ঘোষণা করা হল তাঁদের খান্ডেরিতে তাঁদের ঘরোয়া স্টেডিয়ামের নামকরণ করা হবে বিসিসিআইয়ের প্রাক্তন প্রশাসক নিরঞ্জন শাহের নামে।

Advertisment

সৌরাষ্ট্রের হয়ে ৬০-৭০'এর দশকে ১০টি প্ৰথম শ্রেণির ক্রিকেটে অংশ নিয়েছিলেন নিরঞ্জন শাহ। তবে প্রশাসক হিসাবে ভারতীয় ক্রিকেটে বেশি পরিচিত তিনি। প্রায় চার দশক ধরে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিবের পদ সামলেছেন। এমনকি বোর্ডের শীর্ষ সারির কর্তা ছিলেন বহুদিন।

নিরঞ্জন পুত্র জয়দেব শাহ বর্তমানে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব। ভারতে এর আগে যে প্রশাসকদের নামে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে রা হল- আইএস বিন্দ্রা (মোহালি), এম চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই), ওয়াংখেড়ে (মুম্বই) এবং এম চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু)।

ভারতে শুধুমাত্র ক্রিকেট প্রশাসকই নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও ক্রিকেট স্টেডিয়ামের নামাঙ্করণ করার ইতিবৃত্ত রয়েছে। কয়েক বছর আগেই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নামকরণ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। ১ লক্ষ ৩২ হাজার আসন বিশিষ্ট যে স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বের বৃহত্তম। মোদি স্টেডিয়াম থেকে নিরঞ্জন শাহের স্টেডিয়ামের দূরত্বও বেশি নয়। একই রাজ্যের দুই স্টেডিয়াম। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামেই রয়েছে গোটা দেশ জুড়ে নয়টি স্টেডিয়াম। এর মধ্যে আটটি স্টেডিয়ামেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: বাবাকে আর দেখেন না জাদেজা! ছেলে-বউমার সংসারের আগুন বেআব্রু করলেন ‘বুড়ো’ অনিরুদ্ধসিং

প্রশাসক বাদ দিয়ে সুরকারদের নামেও রয়েছে স্টেডিয়াম। গুয়াহাটির ভূপেন হাজারিকা স্টেডিয়াম তো বটেই দিল্লির মাল্টি স্পোর্টস ইভেন্টের ডক্টর থ্যাগরাজ স্টেডিয়াম উৎসর্গ করা হয়েছে কর্ণাটকের সঙ্গীত মায়েস্ত্র-র নামে।

এছাড়া অন্য ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের নামেও রয়েছে স্টেডিয়াম- লখনৌ এবং গালিয়র স্টেডিয়ামে নাম রয়েছে কেডি সিং বাবু এবং ক্যাপ্টেন রূপ সিংয়ের নাম অনুসারে। দিল্লি এবং লখনৌয়ে মেজর ধ্যানচাঁদের নামে রয়েছে স্টেডিয়াম। নামচির ফুটবল স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়ার নাম অনুযায়ী।

গোটা বিশ্ব জুড়েই কিংবদন্তি ক্রিকেটারদের নামে স্টেডিয়ামে নামকরণের প্রথা রয়েছে- ব্র্যাডম্যান ওভাল, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, বার্ট সার্টক্লিফ ওভাল। ভারতে আবার শুধু স্টেডিয়ামই নয়, স্টেডিয়ামের গ্যালারি, গেটের নামেও জুড়ে থাকে নামি ব্যক্তিদের নাম। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের নাম রাখা হয়েছিল প্রাক্তন প্রয়াত অর্থমন্ত্রীর নামে। তবে স্টেডিয়ামে রয়েছে বীরেন্দ্র শেওয়াগ, অঞ্জুম চোপড়া, গৌতম গম্ভীর, বিরাট কোহলির নামে গেট।

রাজকোট স্টেডিয়ামের নতুন নামকরণ করার পর প্রেস বিজ্ঞপ্তিতে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে বলা হয়েছে, স্থানীয় ক্রিকেটকে যেভাবে জাতীয় এবং আন্তর্জাতিক আঙিনায় নিয়ে গিয়েছেন নিরঞ্জন শাহ, তাতে তাঁকে এই যোগ্য সম্মান দেওয়া হচ্ছে।

বিশ্ব কাঁপানো বহু তারকার জন্ম হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার মাধ্যমে। রঞ্জি ট্রফি যাঁর নামে করা হয়েছিল সেই রণজিৎ সিংজি থেকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার বিনু মানকাড, প্ৰথম ভারতীয় হিসাবে টেস্টে ১০০ উইকেটের মালিক কারসন ঘাউড়ি থেকে বর্তমান প্রজন্মের রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, চেতেশ্বর পূজারারা সকলেই সৌরাষ্ট্রের জার্সিতে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে।

narendra modi BCCI gujarat Cricket News
Advertisment