ওজন ১০০ কেজির উপর। তবে শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াল না ওয়েস্ট ইন্ডিজের রাখিম কর্নওয়ালের কাছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া যৌকস বনাম গায়না আমাজন ওয়ারিয়র্সের ম্যাচে দুরন্ত ক্যাচ ধরে নজর কাড়লেন জাতীয় দলের এই তারকা।
প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন। বিশ্বের সবথেকে ভারী ক্রিকেটার প্রখর ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে বল মাটিতে স্পর্শ করার আগেই তালুবন্দি করেন তিনি।
আরো পড়ুন: এখনও সৌরভের কথা মনে রেখেছেন কেকেআর কোচ! জানিয়ে দিলেন সেকথা
ওয়ারিয়র্সদের ইনিংসদের ১৪তম ওভারের ঘটনা। ইমরান তাহিরের ব্যাটের খোঁচায় বল লাগতেই ক্যাচ ধরেন কর্নওয়াল। তাহিরের আউটের পরে ওয়ারিয়র্স মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর।
এর আগে ব্যাট হাতেও ভালো পারফর্ম করেন কর্নওয়াল। ১৭ বলে ৩২ রান করেন তিনি। সেন্ট লুসিয়া যৌকস ১০ উইকেটে জয় লাভ করে।
সামান্য রান তাড়া করতে নেমে কর্নওয়াল শুরুর ওভারেই দুটো বড় ছক্কা হাঁকান। পরের ওভারে অন্য ওপেনার মার্ক ডেয়াল জোড়া বাউন্ডারি হাঁকিয়ে যান। দু ওভারের শেষেই লুসিয়া স্কোরবোর্ডে ২৬ তুলে ফেলে।
এরপরে পেস আক্রমনের বিরুদ্ধেও একইভাবে আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার। নবীন উল হকের প্রথম ওভারেই ওঠে ১৬ রান। কর্নওয়াল ও ডেয়াল যথাক্রমে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেন। কর্নওয়াল নিজের তৃতীয় ছক্কা হাঁকান ইমরান তাহিরের বলে। সেই ওভারে স্কোয়ার লেগ দিয়ে আরো একটি বাউন্ডারি মারেন ডেয়াল। ৪ ওভারের শেষেই সেন্ট লুসিয়া তুলে ফেলে ৫৩ রান। উইনিং স্ট্রোক হাঁকান কর্নওয়াল। ৯৩ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন তিনি।
বৃহস্পতিবার সিপিএলের ফাইনালে কায়রণ পোলার্ডের নেতৃত্বাধীন ট্রিনবাগো নাইট রাইডার্সদের বিরুদ্ধে নামতে হবে সেন্ট লুসিয়া যৌকসকে। ফাইনালে ফেভারিট শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। কারণ চলতি টুর্নামেন্টে অপরাজেয় তারা।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন