গদিচ্যুত হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তারপরেই এবার সেই ঝটকা ছুঁয়ে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ডেও। পদত্যাগ করতে পারেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। সূত্রের খবর এমনটাই। বর্তমানে আইসিসি বৈঠকে যোগ দিতে রামিজ রাজা রয়েছেন দুবাইয়ে। রবিবারই সেই বৈঠক সমাপ্ত হয়েছে।
রবিবার এক সূত্রের তরফে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, "ইমরান খানের জোরাজুরিতেই পাক বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন রামিজ। ইমরানের নেতৃত্বে ও খেলেছে। যাঁরাই ইমরানের অধিনায়কত্বে খেলেছেন সকলেই ওঁর প্রতি শ্রদ্ধাশীল। রামিজ ধারাভাষ্যকার, ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কেরিয়ার প্রায় গুছিয়ে নিয়েছিলেন। তবে ইমরানের আর্জিতে সমস্ত মিডিয়া কাজকর্ম দূরে সরিয়ে পাক বোর্ডের চেয়ারম্যান হয়েছিল। রামিজ তখনই স্পষ্ট জানিয়েছিলেন, যতদিন ইমরান প্রধানমন্ত্রী থাকছেন, ততদিনই তিনি পিসিবি চেয়ারম্যান থাকবেন।"
আরও পড়ুন: বিতর্কিত আউটের শিকার কোহলি! গনগনে মেজাজে মাঠ ছাড়লেন মহাতারকা, দেখুন ভিডিও
পাক প্রধানমন্ত্রী নিজের পদাধিকার বলে বোর্ডের 'পেট্রন ইন চিফ' হয়ে থাকেন। বোর্ডের নির্বাচনের সময় পাক প্রধানমন্ত্রী নিজের মনোনীত প্রার্থীকেও বাছাই করেন। এখন ইমরান খান দেশের শীর্ষ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরে রামিজ সেই পদ অলঙ্কৃত করে সম্ভবত রাখবেন না।
পিসিবি চেয়ারম্যান হিসেবে রামিজ রাজা দেশের ক্রিকেট ব্যবস্থায় একাধিক পরিবর্তন এনেছেন। দেশের ছয়টি প্রাদেশিক দলকে নিয়ে ঘরোয়া ক্রিকেট নতুনভাবে চালু করেছেন। দায়িত্বে এসেই হেড কোচ মিসবা উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসকে সরিয়ে দিয়েছেন। তাছাড়া এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে বোর্ডের সিইও পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ওয়াসিম খান। তারপরে নিজের পছন্দ মত ব্যক্তিকে সিইও করেছেন। এমন ইমরান সরকারের পতনের সঙ্গে পাক বোর্ডে কী কী পরিবর্তন হয়, সেদিকে লক্ষ্য থাকবে। কারণ পাকিস্তানের শাসক দলের সঙ্গে বোর্ডের ঘনিষ্ঠ যোগাযোগ থাকে।
সেই সূত্র জানিয়েছেন, "শাহবাজ শরিফ যদি প্রধানমন্ত্রীর তখতে বসেন, তাহলে খুব সম্ভবত রামিজ রাজাকে সরিয়ে নাজম শেঠিকে চেয়ারম্যান পদে ফেরানো হবে।"
ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজম শেঠি। কারণ ইমরানের সঙ্গে নাজম শেঠির কখনই বনিবনা ছিল না। প্রসঙ্গত, জুন পর্যন্ত পাকিস্তানের কোনও আন্তর্জাতিক ক্রিকেট সূচি নেই। তাই শাসন ক্ষমতা বদলের সঙ্গে সরাসরি ক্রিকেট ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।