ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সব ঠিক থাকলে প্রাক্তন ভারত অধিনায়কই হতে চলেছেন বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট।
রবিবার বোর্ডের বৈঠকে সর্বসম্মতিতে সৌরভের নাম বোর্ড প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছে। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন। আর এই খবর প্রকাশ্য়ে আসার পরেই ভারতীয় ক্রিকেটের ফ্য়ানেরা উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন।
সৌরভ যদি বোর্ডের প্রেসিডেন্ট হন, তাহলে তাঁর প্রথম লক্ষ্য়ই থাকবে ঘরোয় ক্রিকেট। এখনই জানিয়ে দিলেন দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক। সৌরভ বলছেন, "প্রথম শ্রেণির ক্রিকেটই হবে আমার প্রাধান্য়। আমি এ বিষয়ে সিওএ-কে বলেছিলাম। কিন্তু তারা কর্ণপাত করেনি। আমার ফোকাস থাকবে রঞ্জি ট্রফির ওপর। ক্রিকেটারদের অর্থনৈতিক দিকটার কথাও ভেবে দেখতে হবে।"
আরও পড়ুন: বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ খুশি হয়েছেন এটা ভেবে যে, তিনি বোর্ড প্রেসিডেন্ট হতে চলেছেন। তাঁর বক্তব্য়, "আমি এই নিয়োগ নিয়ে খুশি। এখানে বিসিসিআই-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। আমার কাছে এটা দুর্দান্ত সুযোগ হতে চলেছে। বিশাল দায়িত্বের কাজ হবে। বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সংগঠন। ভারতীয় ক্রিকেটের পাওয়ারহাউস। কাজটা চ্য়ালেঞ্জিং। সৌরভ যদিও বোর্ড প্রেসিডেন্ট হওয়ার থেকেও ভারতীয় দলের অধিনায়কত্বকে অনেক এগিয়ে রাখছেন। তাঁর সংযোজন, "ভারতের অধিনায়ক হওয়ার অনুভূতির সঙ্গে কিছুর তুলনা হয় না। আমি কখনও ভাবিনি যে, বোর্ড প্রেসিডেন্ট হব।"