Advertisment

কব্জি ভেঙে দু-টুকরো, তবু মাঠ ছাড়লেন না! ব্যাটিং বাঁ-হাতেই, দেখুন হনুমা বিহারির কীর্তি

হনুমা বিহারির জন্য ক্রিকেট দুনিয়ার টুপি খোলা কুর্নিশ, দেখুন শ্রদ্ধা জাগানোর মত ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। সেই ম্যাচেই বিরল ঘটনার সাক্ষী রইল ক্রিকেট দুনিয়া। আবেশ খানের বাউন্সার এড়াতে না পেরে অন্ধ্রপ্রদেশ ব্যাটসম্যান হনুমা বিহারির কব্জিতে বড়সড় চোট লেগেছিল। এরপরে ব্যাট করতে প্রবল অস্বস্তিতে পড়েন তিনি।

Advertisment

শেষমেশ বর্ষীয়ান তারকা ১৬ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করার পরে বোঝা যায় কব্জির হাড়ে বড়সড় চিড় ধরেছে।

আরও পড়ুন: দেশকে সম্মানের সিংহাসনে বসিয়েছেন বহুবার! পেটের ভাত জোগাড় হয় এখন ১ টাকায় খালাসির কাজে

তবে সেই ইনজুরি সত্ত্বেও দমিয়ে রাখা যায়নি বিহারিকে। প্ৰথম দিনে পাওয়া চোট উপেক্ষা করেই বিহারি দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে পড়েন। আগের দিনের ১৬ রান থেকে নিজের ইনিংস পুনরায় চালু করেন। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ২৬ রানে অপরাজিত রয়েছেন।

চোটের ধাক্কা সামলাতে বিহারি বুধবার বাঁ হাতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যন্ত্রণা নিয়েই আবেশ খানের মত জাতীয় দলের তারকা পেসারকে এক ওভারে দুটো বাউন্ডারিও হাঁকান।

বাইশ গজে এরকম সাহসিকতার যে নজির এই প্ৰথমবার রাখলেন বিহারি, এমনটা নয়। ২০২১/২২ সিজনে বর্ডার-গাভাসকার ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ দলকে ড্র করতে সাহায্য করেন। সেবার অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারত অজিদের মাঠে গিয়ে ২-১'এ সিরিজ জিতেছিল।

Read the full article in ENGLISH

Ranji Trophy Indian Cricket Team
Advertisment