Advertisment

Cheteshwar Pujara: গিল-শ্রেয়সের ওপর চাপ আরও জোরালো! রঞ্জিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তা পূজারার

Cheteshwar Pujara double hundred: দক্ষিণ আফ্রিকা সফরে অনেক আশা করে তরুণ রক্তের ওপর জোর দেওয়া হয়েছিল। রাহানের পাশাপাশি দীর্ঘদিন টেস্ট দলের সদস্য পূজারাকেও বাতিল করা হয়েছিল। সৌরাষ্ট্রের তারকা ব্যাটার শেষবার টিম ইন্ডিয়ার জার্সি চাপিয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India | Cheteshwar Pujara | Ranji Trophy

Cheteshwar Pujara double hundred: দারুণ দ্বিশতরান পূজারার (টুইটার)

Ranji Trophy 2024: বিবার দুপুর পর্যন্ত ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই (BCCI)। এতেই সুযোগ পেলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। সৌরাষ্ট্রের (Saurashtra) জার্সিতে দুর্দান্ত দ্বিশতরান হাঁকিয়ে নির্বাচকদের শেষ বার্তা দিয়ে রাখলেন জাতীয় দলের বাইরে চলে যাওয়া তারকা।

Advertisment

দক্ষিণ আফ্রিকা সফরে অনেক আশা করে তরুণ রক্তের ওপর জোর দেওয়া হয়েছিল। রাহানের পাশাপাশি দীর্ঘদিন টেস্ট দলের সদস্য পূজারাকেও বাতিল করা হয়েছিল। সৌরাষ্ট্রের তারকা ব্যাটার শেষবার টিম ইন্ডিয়ার জার্সি চাপিয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। জাতীয় দলে শুভমান গিলকে তাঁর জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে। পূজারার বহুদিনের তিন নম্বর ব্যাটিং পজিশন হাতছাড়া হয়েছে। তবে পাঞ্জাবের তরুণ তারকা দক্ষিণ আফ্রিকার পেস-বাউন্স সমৃদ্ধ উইকেটে হিমশিম খেয়েছেন। মিডল অর্ডারে রাহানের জায়গায় ব্যাট করতে নামা শ্রেয়স আইয়ারও চরম ব্যর্থ হয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সফরে চরম ব্যর্থ ভারতের তরুণ ব্রিগেডের জন্য সিরিজ জয়ের স্বপ্ন অধরা রয়ে গিয়েছে ভারতের। এমন অবস্থায় ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই তরুণদের নিয়েই দল গড়া হবে, নাকি পরীক্ষিত বর্ষীয়ানদের ফিরিয়ে আনা হবে, তা নিয়ে দোনোমোনো ভাব রয়েছে টিম ইন্ডিয়া অন্দরমহলে।

আরও পড়ুন- Ambati Rayudu YSRCP: রাজনীতির ময়দানে রেকর্ড প্রাক্তন ক্রিকেটার রায়ডুর, যোগদানের ১০ দিনেই দলত্যাগ

এমন পরিস্থিতিতেই এল পূজারার আলোচিত দ্বিশতরান। প্ৰথম ইনিংসে সৌরাষ্ট্র তুলল ৫৪৩ রান। এর মধ্যে পূজারা একাই করলেন ৩৪৬ বলে ২৪৩ রান। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরেও নিয়ে যাওয়া হয়নি তাঁকে।

গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে চলতি সিজনে রঞ্জির প্ৰথম ম্যাচে নেমেই শনিবার অপরাজিত সেঞ্চুরি (১৫৭ ব্যাটিং) করে মাঠ ছাড়েন। তাঁকে ক্রিজে সঙ্গ দিচ্ছিলেন প্রেয়ক মানকাড।

তাঁর আগে ঝাড়খন্ড ব্যাট করতে নেমে সৌরাষ্ট্রের কাছে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায়। চিরাগ জানি প্ৰথম শ্রেণির ক্রিকেটে প্ৰথমবার ইনিংসে পাঁচ উইকেট দখল করেন। এরপরে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ম্যাচে কর্তৃত্বজনক অবস্থায় রয়েছে হার্ভিক দেশাই (৮৫), শেলডন জ্যাকসন (৫৪), অর্পিত ভাসবদা (৬৮) এবং অবশ্যই পূজারার অনবদ্য ব্যাটে ভর করে।

দ্বিতীয় দিনের শুরুতে প্ৰথম দিনের দুই অপরাজিত ব্যাটার হার্ভিক এবং জ্যাকসন বেশিক্ষণ টেকেননি। দুজনে ১০৮ রানের পার্টনারশিপ গড়ে যান। পূজারা ব্যাট করতে নেমে গ্যাপ খুঁজে খুঁজে রান তুলেছিলেন। তারপর দিনের শেষে ২৩৯ বলে ১৫৭ রানে অপরাজিত ছিলেন ১৯ বাউন্ডারির সাহায্যে।

ভাসাবদার সঙ্গে তাঁর ১৪৬ রানের পার্টনারশিপ দলকে অবিশ্বাস্য রানের শৃঙ্গে তুলে দেয়। জয়দেব উনাদকাতের মত কুশলী বোলারদের সামনে ঝাড়খন্ড কার্যত দাঁড়াতেই পারেনি। আপাতত সৌরাষ্ট্র ২৬৪ রানের লিড নিয়ে ফেলেছে। এই টেস্ট ইনিংসে জিতে বোনাস পয়েন্ট পাওয়াই আপাতত লক্ষ্য পূজারাদের।

Ranji Trophy Cricket News Shreyas Iyer Shubman Gill
Advertisment