New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/jay-shah-bcci.jpg)
BCCI age fraud: রঞ্জির শুড়তেই ধাক্কা দিল বিসিসিআই (টুইটার)
BCCI age fraud: ওড়িশার হয়ে বরোদার বিপক্ষে খেলার জন্য সুমিত গুজরাটে পৌঁছেছিলেন। তবে সেই ম্যাচে খেলতে নামার আগেই দুঃসংবাদ পেতে হল তাঁকে। বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে নিষিদ্ধ ঘোষণা করা হল ম্যাচের আগেই। তারপরেই তড়িঘড়ি পরিবর্ত ক্রিকেটার নিতে বাধ্য হয় ওড়িশা।
BCCI age fraud: রঞ্জির শুড়তেই ধাক্কা দিল বিসিসিআই (টুইটার)
রঞ্জি ট্রফি সবে শুরু হয়েছে। এর মধ্যেই বিসিসিআইয়ের (BCCI) তরফে নেওয়া হল বড় পদক্ষেপ। দু বছরের জন্য সমস্ত ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হল সুমিত শর্মাকে। ওড়িশার হয়ে বরোদার বিপক্ষে খেলার জন্য সুমিত গুজরাটে পৌঁছেছিলেন। তবে সেই ম্যাচে খেলতে নামার আগেই দুঃসংবাদ পেতে হল তাঁকে। বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয় ম্যাচের আগেই।
কেন নির্বাসনে তিনি?
বোর্ডের তরফে জানানো হয়েছে, নথিপত্র জাল করে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিপক্ষে। সেই অভিযোগেই শাস্তি পেতে হল তাঁকে। সর্বভারতীয় একাধিক প্রচার মাধ্যমে জানা গিয়েছে, ২০১৫/১৬ সালে সুমিত বোর্ডের কাছে বয়সের যে শংসাপত্র জমা দিয়েছিলেন, তার সঙ্গে মিল নেই বর্তমান শংসাপত্রের। তারপরেই একাধিক অভিযোগ ওঠায় বোর্ডের তরফে নেওয়া হল বড়সড় পদক্ষেপ। তদন্ত করার পর দেওয়া হল কড়া শাস্তি।
আরও পড়ুন- ধোনিকে ১৫ কোটি টাকার ধোঁকা বাঙালি ব্যবসায়ীর সংস্থার! আদালতে ছুটতে হল মহাতারকাকে
কটকে জন্ম। বাঁ হাতি স্পিনার। সেই সঙ্গে ব্যাটার হিসাবেও নির্ভরযোগ্য। ২৭ বছরের তারকা অলরাউন্ডারের সার্ভিস হারিয়ে আপাতত চাপে পড়ে গেল ওড়িশা। আপাতত তাঁর বদলি হিসাবে ওড়িশা সই করিয়েছে তারিণী শাহকে। তবে ম্যাচের মূল একাদশে সুযোগ পাননি তারিণী শাহ।
রঞ্জিতে ওড়িশা প্ৰথম ম্যাচ খেলেছে বরোদার বিপক্ষে। টসে হেরে বরোদা ব্যাট করতে নেমেছিল। প্ৰথম দিন ৭৫ ওভার খেলার শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৬ তুলেছে। জোতনীল সিং ৭৩ রানের ইনিংস খেলে যান। নিনাদ রাতোয়া করেছেন ৪৮।