Advertisment

Musheer Khan: দাদা সরফরাজের মতই ব্যাটে তুফান ভাই মুশিরের! ছক্কায় ছক্কায় একাই ২০০, তছনছ সব রেকর্ড

Sarfaraz Khan brother Musheer Khan double century: কোয়ার্টার ফাইনালে মুম্বই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মুশির। এরপরে বাকিটা শুধুই মুশির-ময়। ক্রিজে ৩৫০ বল খেলে মুশির ১৮ বাউন্ডারির সাহায্যে দ্বিশতরানে পৌঁছন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Musheer Khan, Sarfaraz Khan, Musheer Khan double hundred, ranji trophy

Musheer Khan 200: রঞ্জিতে রেকর্ড দ্বিশতরান মুশিরের (টুইটার)

Ranji Trophy, Mumbai vs Baroda: দারুণ সময় চলছে মুম্বইয়ের খান পরিবারে। একদিকে সরফরাজ খান টিম ইন্ডিয়া অভিষেকেই মাতিয়ে দিচ্ছেন। অন্যদিকে, তাঁর ভাই মুশির খান আবার মাতাচ্ছেন রঞ্জি ট্রফি। বরোদার বিপক্ষে বিকেসি গ্রাউন্ডে মুশির কেরিয়ারের প্ৰথম ডাবল সেঞ্চুরিও করে ফেললেন।

Advertisment

কোয়ার্টার ফাইনালে মুম্বই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মুশির। এরপরে বাকিটা শুধুই মুশির-ময়। ক্রিজে ৩৫০ বল খেলে মুশির ১৮ বাউন্ডারির সাহায্যে দ্বিশতরানে পৌঁছন।

মুম্বই একসময় ৯৯/৪ হয়ে গিয়েছিল। তবে সেখান থেকে লোয়ার অর্ডারের সহযোগিতায় সরফরাজের ভাই দলকে ৩৮৪ পর্যন্ত পোঁছে দেন। ২০২৩-এর জানুয়ারিতে মুশির শেষবার প্ৰথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। তারপর এক বছর পর আবার নামলেন তিনি। এর আগে তিনটে প্ৰথম শ্রেণির ম্যাচে মুশিরের সংগ্রহে ছিল ৯৬ রান। সর্বোচ্চ ৪২।

আরও পড়ুন: ধোনির শহরে সিঙ্গারা কিনে ঠকলেন ইংরেজরা! দুটো সামোসার দাম জানলে মাথা ঘুরে যাবে

১৮ বছর ৩৬২ দিনে রঞ্জিতে ডাবল সেঞ্চুরি হাঁকানোয় মুশির আপাতত মুম্বইয়ের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার যিনি ডাবল সেঞ্চুরি করলেন। সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে এই তালিকায় রয়েছেন গ্রেট ওয়াসিম জাফর। যিনি ১৯৯৬/৯৭ সিজনে সৌরাষ্ট্রের বিপক্ষে ১৮ বছর ২৬২ দিনে দ্বিশতরান করেছিলেন।

৩৫৭ বলে ২০৩ রানে মুশির শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। বরোদার স্পিনার ভার্গব ভাট কেরিয়ারের সেরা ১১২/৭ বোলিং করে যান মুম্বইয়ের বিপক্ষে। যাইহোক, মুশির কয়েক সপ্তাহ আগেই ভারতীয় যুব দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলে এসেছেন।

ভারত রানার্স আপ হয়েছে। মুশির যুব বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৬০ করে ৩৬০ রান করেছেন মুশির। হাঁকিয়েছেন দুটো সেঞ্চুরি, একটা ফিফটি। রাজকোট টেস্টে অভিষেকেই সরফরাজ আবার দুই ইনিংসে হাফসেঞ্চুরি করেছেন।

mumbai Ranji Trophy Sarfaraz Khan
Advertisment