রঞ্জি ট্রফি ফাইনাল (দ্বিতীয় দিন), বাংলা বনাম সৌরাষ্ট্র, রাজকোট
সৌরাষ্ট্র প্রথম ইনিংস
স্কোর: ৩৮৪-৮ (১৬০ ওভার); ব্যাটিং: চেতন জানি (১৩), ধর্মেন্দ্রসিং জাদেজা (১৩)
বাংলা বোলিং: পোড়েল ১-৫১, আহমেদ ২-১০৩, আকাশ ৩-৭৭, মুকেশ ২-৮৩
আজ রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনে প্রথম সেশনে দ্রুত দু-তিনটে উইকেট তুলে তিনশোর মধ্যে সৌরাষ্ট্রের প্রথম ইনিংসকে বেঁধে ফেলার লক্ষ্যে ঝাঁপিয়েছিল বাংলা। নতুন বল নিয়ে তেড়েফুঁড়ে শুরুও করেছিলেন ঈশান-মুকেশ-আকাশদীপরা। লক্ষ্যপূরণ তবু হলো না। সেমিফাইনালে গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন অর্পিত ভাসাভাড়া। ফাইনালেও বাংলার বাধা হয়ে দাঁড়ালেন ধৈর্যশীল অর্পিত (১০৬), সেঞ্চুরি করে গেলেন দায়িত্বের প্রতিমূর্তি হয়ে।
সঙ্গে চেতেশ্বর পূজারা (৬৬)। গতকাল যিনি মাঠ ছেড়েছিলেন ডিহাইড্রেশনের শিকার হয়ে। আজ নামলেন শুরু থেকে, এবং স্বভাবোচিত দুর্ভেদ্য ভঙ্গিতে ক্রিজে বাক্স-বিছানা নিয়ে জমে গেলেন। ষষ্ঠ উইকেটে অর্পিত-পূজারার ১৪২ রানের জুটিতে ভর দিয়ে বড় রানের ইনিংস গড়ার পথে জয়দেব উনাদকাটের টিম। বাংলার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্র ৩৮৪-৮।
এই ম্যাচ সরাসরি ফয়সালা হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণই দেখাচ্ছে। এখন যা পরিস্থিতি, প্রথম ইনিংসে লিড যার, ম্যাচ তার। রঞ্জি-শৃঙ্গে পা রাখার অভিযানে বাংলার প্রথম লক্ষ্য হতে চলেছে প্রথম ইনিংসে প্রতিপক্ষের সম্ভাব্য চারশো বা তার কিছু বেশি-কমের স্কোরকে ছাপিয়ে যাওয়া। কাজটা অসম্ভব নয়, তবে কঠিন, বেশ কঠিন। বাংলার কোচ অরুণ লাল যে বাইশ গজকে ইতিমধ্যেই 'খুব খারাপ' আখ্যা দিয়েছেন, সেই ক্রমশ স্লো থেকে আরও স্লো হতে থাকা শুকনো উইকেট চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে বাংলার ব্যাটিংকে। সৌরাষ্ট্রকে টপকাতে গেলে শুধু ভাল ব্যাট করলে চলবে না। খুব, খুব ভাল ব্যাট করতে হবে বাংলার ব্যাটসম্যানদের।
WATCH: What a fine knock this is! ????????
Aarpit Vasavada scores a well-compiled 106 in the @paytm #RanjiTrophy #Final against Bengal. ????????
Video ???? https://t.co/mMjRYp1Lgk#SAUvBEN pic.twitter.com/esvQdYGzT6
— BCCI Domestic (@BCCIdomestic) March 10, 2020
অর্পিত-পূজারার জুটিই কি ম্যাচের নির্ণায়ক ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে? হলে অবাক হওয়ার কিছু নেই। 'স্লো অ্যান্ড ড্ৰাই' পিচের পক্ষে আদর্শ ব্যাটিং আজ দিনভর করে গেলেন দু'জনে। কোনও ঝুঁকি নেওয়া নেই। শট নির্বাচনে কোন অ্যাডভেঞ্চার নেই। স্রেফ ব্যাকরণসম্মত ক্রিকেট খেলে যাওয়া, একটুও তাড়াহুড়ো না করে। 'রিস্ক এলিমেন্ট' সম্পূর্ণ বর্জন করে।
চা-পানের বিরতি অবধি অবিচ্ছেদ্যই ছিল অর্পিত-পূজারার জুটি। শেষ বেলায় জুটি ভাঙল ঠিকই। অর্পিতকে প্যাভিলিয়নের পথ দেখালেন শাহবাজ। আর পূজারাকে লেগ বিফোর করলেন মুকেশ কুমার। কিন্তু ততক্ষণে সাড়ে তিনশো প্রায় ছুঁয়ে ফেলেছে সৌরাষ্ট্র। রানটা কি একটু বেশিই হয়ে গেল? সময় বলবে।
সৌরাষ্ট্র: হারভিক দেশাই, অভি বারোট, বিশ্বরাজ জাদেজা, অর্পিত ভাসাভাড়া, শেলডন জ্যাকসন, চেতেশ্বর পূজারা, চেতন সাকারিয়া, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাট (অধি), চিরাগ জানি
বাংলা: অভিমন্যু ঈশ্বরন (অধি), সুদীপ ঘরামি, সুদীপ চ্যাটার্জি, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, আকাশ দীপ, অনুষ্টুপ মজুমদার, মুকেশ কুমার, অর্ণব নন্দী, ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ