scorecardresearch

ইডেনের ফাইনালে বাংলাকে দুমড়ে দিল সৌরাষ্ট্র! স্বপ্নভঙ্গের হতাশায় মুষড়ে পড়লেন মনোজরা

ঘরের মাঠে লজ্জার হার বাংলার

ইডেনের ফাইনালে বাংলাকে দুমড়ে দিল সৌরাষ্ট্র! স্বপ্নভঙ্গের হতাশায় মুষড়ে পড়লেন মনোজরা

২০১৯-এর পর আরও একবার। রঞ্জি ফাইনালে পৌঁছেও হতাশা সঙ্গী হল বাংলার। ২০১৯-এর মতই সৌরাষ্ট্রের হাতে ধ্বংস হয়ে গেল বাংলা। যেদিন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারা অস্ট্রেলিয়াকে দিল্লিতে নাকানিচোবানি খাইয়ে দেশকে জেতালেন, সেদিনই তাঁদের রাজ্য ক্রিকেট দল দেশের ক্রিকেটের বিজয় মুকুট পড়লেন রঞ্জিতে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে।

দিল্লি টেস্টের আগেই টিম ইন্ডিয়ার তরফে রিলিজ করে দেওয়া হয়েছিল জয়দেব উনাদকাটকে। তিনিই ইডেনের ফাইনালে ফারাক গড়ে দিলেন। দ্বিতীয় ইনিংসের বাংলার হাফডজন উইকেটই উনাদকাটের দখলে। সৌরাষ্ট্র ফাইনালে বাংলাকে হারাল ৯ উইকেটে।

প্ৰথম ইনিংসে বাংলার থেকে ২৩০ রানের বিরাট লিড নেওয়ার পর সৌরাষ্ট্র ম্যাচে চালকের আসনে বসে পড়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দিনের শেষে ১৬৯/৪ ছিল। সেখান থেকে বাংলা এদিন গুটিয়ে যায় মাত্র ২৪১ রানে। জয়ের জন্য সৌরাষ্ট্রের দরকার ছিল মাত্র ১২ রান। যা ১ উইকেট হারিয়েই তুলে দেন উনাদকাটরা। ১২ রান চেজ করতে নেমেই সৌরাষ্ট্রের ওপেনার জয় গোহিলকে ফেরান আকাশদীপ। তবে টার্গেট পৌঁছতে সৌরাষ্ট্র নেয় মাত্র ২.৪ ওভার।

২০১৯/২০ সিজনে রঞ্জির ফাইনালে সৌরাষ্ট্র জিতেছিল প্ৰথম ইনিংসে লিডের সৌজন্যে। পাঁচদিন ম্যাচের ফলাফলে নির্ধারণ করতে না পারায় প্ৰথম ইনিংসে রানে এগিয়ে থাকার সুবাদে সৌরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করা হয়। এবার অবশ্য ফর্মে থাকা বাংলা কোনও প্রতিরোধই গড়তে পারল না। এই নিয়ে সৌরাষ্ট্র গত ১০ সিজনে পাঁচবারই রঞ্জি ফাইনালে পৌঁছল। এতেই তাঁদের ধারাবাহিকতা স্পষ্ট।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ranji trophy final 2023 sourashtra beats bengal comfortably