Arjun Tendulkar Ranji Trophy: আর ১০ দিন পরেই আইপিএলের মেগা নিলাম। তার আগেই ১০ ফ্র্যাঞ্চাইজিকে বার্তা দিলেন অর্জুন তেন্ডুলকর। গোয়ার হয়ে রঞ্জিতে খেলতে নেমে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করলেন কিংবদন্তি পুত্র। পারভোলিনে গোয়া ক্রিকেট সংস্থার মাঠে অরুণাচল প্রদেশ অর্জুনের বোলিং বিক্রমে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে গেল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অরুণাচল অধিনায়ক নাবাম আবো। তবে অর্জুন তাঁর সিদ্ধান্ত ভুল প্রমাণ করে ছাড়েন। প্ৰথম ওভারেই অর্জুনের শিকার নাবাম হাচাং। শূন্য রানে বোল্ড হতে হয় অরুণাচল ওপেনারকে। একইভাবে অন্য ওপেনার নীলম ওবি-ও আউট হওয়ার পর অরুণাচল স্কোরবোর্ডে ২৬ রান তোলার ফাঁকেই জোড়া ওপেনারকে হারায়।
এরপরে আরও জোড়া ধাক্কা দেন ২৫ বছরের তারকা। জয় ভাবসারকে লেগ বিফোর করার পর সমর শ্রাবণ দুভাসিকে স্লিপে ক্যাচ তুলতে বাধ্য করেন। ২৭/৪ হয়ে যাওয়ার পর অর্জুন নিজের পঞ্চম উইকেট শিকার করেন মোজি এটের স্ট্যাম্প উড়িয়ে। মাত্র ২৫ রানে ৫ উইকেট দখল করার অর্জুনকে যোগ্য সহায়তা করেন মোহিত রেডকর (৩/১৫) এবং কিথ পিন্টো (২/৩১)।
সিকিম এবং মিজোরামের বিপক্ষে এর আগে অর্জুন যথাক্রমে ৬ এবং ২ উইকেট শিকার করেছেন। চার ম্যাচে এখনই তাঁর নামের পাশে ১৬ উইকেট। চলতি রঞ্জিতে তিনি এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। প্ৰথম শ্রেণির ক্রিকেটে এটাই অর্জুনের প্ৰথম পাঁচ উইকেটের নজির।
মুম্বইয়ের হয়ে গত কয়েকটা সিজনে খেলে ছিলেন। বিক্ষিপ্তভাবে সুযোগ পেলেও সেভাবে নজরকাড়া পারফর্ম করতে পারেননি। এবার নিলামে মুম্বই আর রিটেন করেনি শচীন-পুত্রকে। তবে তিনি এবার জোরালো বার্তা দিলেন রঞ্জি পারফরম্যান্স-এর সৌজন্যে।