Advertisment

শাস্তি দিয়ে হোটেলে বন্দি IPL সুপারস্টার, বন্ধ খাবার! দিল্লিতে ভয়ঙ্কর কাণ্ডে ছিঃছিঃকার গোটা দেশে

Ayush Badoni in Ranji Trophy: দিল্লির খারাপ পারফরম্যান্সের সঙ্গেই সাযুজ্য রেখে রান খরায় ভুগছেন আয়ুশ বাদোনি। তাঁকে শিক্ষা দিতেই এবার দিল্লির কর্মকর্তারা অভিনব পন্থা নিলেন। বন্দি করে রাখা হল হোটেল রুমে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Delhi Cricket, Ranji Trophy, Ayush Badoni

Ayush Badoni: আয়ুশ বাদোনিকে নিয়ে বড় কেলেঙ্কারি দিল্লির (টুইটার)

রঞ্জি ট্রফিতে দিল্লি ছন্নছাড়া পারফরম্যান্স করেই চলেছে। টানা দুটো ম্যাচ হেরে গিয়েছে দিল্লি। তৃতীয় ম্যাচেও সুবিধাজনক জায়গায় নেই দিল্লি। এমন আবহেই এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়ল দিল্লি। যে বিতর্কের মুখ তারকা ব্যাটার আয়ুশ বাদোনি। আইপিএলে লখনৌয়ের জার্সিতে মারকাটারি পারফরম্যান্সের সুবাদে যিনি অন্যতম পরিচিত মুখ। তবে তাঁকেই কিনা এবার হোটেলে আটকে রাখল দিল্লি।

Advertisment

দিল্লির খারাপ পারফরম্যান্সের সঙ্গেই সাযুজ্য রেখে রান খরায় ভুগছেন আয়ুশ বাদোনি। তাঁকে শিক্ষা দিতেই এবার দিল্লির কর্মকর্তারা অভিনব পন্থা নিলেন। বন্দি করে রাখা হল হোটেল রুমে। চলতি সিজনে পাঁচ ইনিংসের তিনবার-ই ব্যাট করে দিল্লি ২০০ রানের গন্ডিও পেরোতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ রান বৈভব কান্দপালের ৪৯। এবং তারপর রয়েছে গতকাল করা ইয়াশ ধুলের ৪৫।

চলতি ম্যাচে দিল্লির বিপক্ষে উত্তরাখন্ড দিনের শেষে ৯৮/৪ হয়ে গিয়েছে। এর মধ্যে নভদীপ সাইনি একাই নিয়েছেন তিন উইকেট। গত ম্যাচে খেলা আয়ুশ বাদোনিকে বাদ দেওয়া হয়েছে ক্ষিতিজ শর্মাকে খেলানোর জন্য। ক্ষিতিজ আবার প্রাক্তন বোর্ড আধিকারিকের ঘনিষ্ঠ।

আরও পড়ুন: গড়াপেটার অভিযোগে ছারখার শোয়েব! বাংলাদেশে গিয়েই কলঙ্কের ভাগিদার ‘বিবাহিত’ পাক তারকা

বিস্ফোরকভাবে ডিডিসিএ (দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন)-এর এক কর্তা সংবাদমাধ্যমে মুখ খুলে জানিয়েছেন, "ক্ষিতিজকে খেলানোর জন্য ওপরমহলের চাপ ছিল। এবং ১৫ জনের বাইরে রাখা হয়েছে বাদোনিকে যাতে বোর্ডের ম্যাচ ফি-ও না পায় ও। নিয়ম অনুযায়ী, স্কোয়াডের ১৫ জন প্লেয়ার-ই বোর্ডের ম্যাচ ফি পেয়ে থাকেন। স্কোয়াডের বাইরে থাকায় ও যেহেতু প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়ালদের এরিয়ায় ঢুকতে পারবে না, সেই কারণে ওঁকে হোটেলেই আটকে রাখা হয়।"

প্রশ্ন উঠে আয়ুশ বাদোনি তো ভিভিআইপি স্ট্যান্ড থেকেও ম্যাচ উপভোগ করতে পারতেন! জবাবে সেই কর্তা জানিয়েছেন, "টিম ম্যানেজারকে আলাদা করে ওঁর জন্য খাবারের আয়োজন করতে হয়েছে। কারণ ওঁর খবরের খরচ-ও বোর্ড বহন করবে না। এমনকি আয়ুশ নেট অনুশীলনেও যেতে পারেননি। কারণ পাঞ্জাবের ক্যাম্প চলছিল মাঠে।

বলা হচ্ছে, লখনৌয়ের জার্সিতে টানা দুই সিজন দারুণ খেলার পর আয়ুশের ফোকাস অনেকটাই হারিয়ে গিয়েছে। সেই কারণেই দিল্লি আয়ুশকে শাস্তি দেওয়ার পথে হেঁটেছে। এমনকি পরিবর্ত হিসাবে খেলা ক্ষিতিজ-ই পারফর্ম করতে না পারলে ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি হস্তক্ষেপ করতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে।

IPL 2018 delhi Ranji Trophy Lucknow LSG
Advertisment