Ranji Trophy: চর্বি থলথলে শরীর, 'ভবিষ্যতের শচীন' এবার বাদ রঞ্জি দল থেকেও

Prithvi Shaw dropped from Mumbai Ranji Team: অস্ট্রেলিয়া সফরে শেষবার তিন বছর আগে জাতীয় দলের সঙ্গে গিয়েছিলেন। প্ৰথম টেস্টের পরেই বাতিল করে দেওয়া হয়েছিল পৃথ্বী শ-কে।

Prithvi Shaw dropped from Mumbai Ranji Team: অস্ট্রেলিয়া সফরে শেষবার তিন বছর আগে জাতীয় দলের সঙ্গে গিয়েছিলেন। প্ৰথম টেস্টের পরেই বাতিল করে দেওয়া হয়েছিল পৃথ্বী শ-কে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India dance in Sydney

Team-India: গত অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া (টুইটার)

Prithvi Shaw fitness, Mumbai Ranji Team: ফিটনেসের অবস্থা একদম তলানিতে। তাই মুম্বই রঞ্জি নির্বাচকরা পরের ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিলেন পৃথ্বী শ-কে। অক্টোবরের ২৬-২৯ তারিখ পর্যন্ত মুম্বই পরের ম্যাচে নামছে ত্রিপুরার বিপক্ষে।

Advertisment

খুব শীঘ্রই আগরতলা রওনা দেবে মুম্বই রঞ্জি দল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথ্বী শ-কে মুম্বই ক্রিকেট সংস্থা তাঁদের ফিটনেস প্রোগ্রাম-এ যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। যেখানে ক্রিকেট সংস্থার ফিটনেস ট্রেনাররা হাজির থাকবেন। চলতি সিজনে মুম্বইয়ের জার্সিতে চারটে ম্যাচ খেলে পৃথ্বীর রান যথাক্রমে ৭, ১২, ১, ৩৯ (নটআউট)।

টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছে, পৃথ্বীর শরীরে ৩৫ শতাংশ বডি ফ্যাট রয়েছে। পুনরায় মাঠে নামার আগে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে তারকার। মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক বলেছেন, "ওঁকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচনের যোগ্য হওয়ার আগে ওঁকে কঠোর অনুশীলন করে কিছু বডি ফ্যাট কমাতে হবে।"

Advertisment

অজিঙ্কা রাহানে মুম্বইয়ের অধিনায়কত্ব চালিয়ে যাবেন। শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ারদেরও ত্রিপুর ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। সূর্যকুমার যাদবের তরফে মুম্বই ক্রিকেট সংস্থার কাছে ছুটির আবেদন করা হয়েছিল। সেই আবেদন গৃহীত হয়েছে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

cricket Prithvi Shaw mumbai Ranji Trophy