Umar Nazir Mir: রোহিত-রাহানে-দুবেকে বিধ্বংসী স্পেলে আউট! রঞ্জিতে শিরোনামে কাশ্মীরি স্পিডস্টার উমর নাজির

Ranji Trophy, Mumbai vs Jammu-Kahsmir: জম্মু ও কাশ্মীরের মতো অঞ্চল থেকে উঠে আসা উমর নাজির মির প্রমাণ করছেন যে প্রতিভার বিকাশের জন্য শুধুমাত্র সুযোগের প্রয়োজন।

Ranji Trophy, Mumbai vs Jammu-Kahsmir: জম্মু ও কাশ্মীরের মতো অঞ্চল থেকে উঠে আসা উমর নাজির মির প্রমাণ করছেন যে প্রতিভার বিকাশের জন্য শুধুমাত্র সুযোগের প্রয়োজন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Umar Nazir Mir

Umar Nazir Mir: রঞ্জিতে দুরন্ত বোলিং উমর নাজির মিরের (টুইটার এবং ইন্ডিয়ান এক্সপ্রেস)

Umar Nazir Mir dismisses Rohit sharma Ajinkya Rahane and Shivam Dube: উমর নাজির মির এই নাম-ই ঝড় তুলে দিল রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ড শুরু হতে। জম্মু ও কাশ্মীরের প্রতিভাবান পেসার বৃহস্পতিবার একই সঙ্গে যিনি রোহিত, রাহানে এবং দুবের মত টিম ইন্ডিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন নামি তারকাকে আউট করলেন। রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার উমর নাজির মির চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে শিরোনামে।

Advertisment

বৃহস্পতিবারই মুম্বই রঞ্জি ট্রফিতে তারকা বোঝাই দল নিয়ে খেলতে নেমেছে জম্মু কাশ্মীরের বিপক্ষে। সেই ম্যাচেই আলোচনায় রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে এবং শিবম দুবেকে আউট করা উমর নাজির মির।

Advertisment

কে এই উমর নাজির মির?

উমর নাজির মির জম্মু ও কাশ্মীরের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ডানহাতি এই পেসার তার গতিময় ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত। রঞ্জি ট্রফির মতো প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার জন্য তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন।

৩১ বছর বয়সী এই পেসার গতি ও বাউন্স দিয়ে একের পর এক ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দিয়েছিলেন। কাশ্মীরি পেসারদের দাপটে মুম্বই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। মীর শর্ট-পিচড ডেলিভারিতে রোহিতকে ৩ রানে আউট করেন এবং তারপরে রাহানেকে ১২ রানে বোল্ড করেন।

দুবে শূন্য রানে আউট হন, কনহাইয়া বধওয়ান তাঁর ক্যাচ ধরেন। ঘরোয়া ক্রিকেটে জম্মু ও কাশ্মীরের অভিজ্ঞ প্রচারক মীরের এটি ছিল চমকপ্রদ পারফরম্যান্স। মীর ২০১৩ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন এবং সেই থেকে তিনি ৫৭ ম্যাচে ১৩৮ উইকেট নিয়েছেন। লিস্ট এ ক্রিকেটে তার ৫৪ উইকেট রয়েছে, অন্যদিকে এই ফাস্ট বোলার টি-টোয়েন্টিতে ৩২ উইকেট নিয়েছেন।

পুলওয়ামার বাসিন্দা ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা মীরকে ২০১৮-১৯ সালের দেওধর ট্রফির জন্য ভারত সি দলেও স্থান দেওয়া হয়েছিল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং টেস্টে তার ওপেনিং পার্টনার যশস্বী জাইসওয়ালের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন ব্যাপক প্রত্যাশার ছিল। কিন্তু বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি ম্যাচে দুজনই সহজে আউট হয়ে যান।

উমরের খেলার ধরন

উমর নাজির মির তার গতি এবং সঠিক লাইন-লেন্থ বজায় রেখে ব্যাটসম্যানদের চাপে রেখে নতুন আলোচনার দরজা খুলে দিলেন। নতুন বল তো বটেই, পুরোনো বলেও যে কোনও পরিস্থিতিতেই দক্ষতার সঙ্গে বল করতে পারেন। পরিপূর্ণ ফাস্ট বোলার বলতে যা বোঝায়, তিনি তাই-ই।

ভবিষ্যৎ সম্ভাবনা

উমর নাজিরের এই পারফরম্যান্স তাকে ভবিষ্যতে বড় মঞ্চে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি তিনি ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে পারেন, তবে জাতীয় দলেও সুযোগ পেতে পারেন। আইপিএলের দরজাও উম্মুক্ত হয়ে যেতে পারে কাশ্মীরি তারকার জন্য।

জম্মু কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে বড় সাফল্যের নজির গড়তে পারেন উমর নাজির। জম্মু ও কাশ্মীরের মতো অঞ্চল থেকে উঠে আসা উমর নাজির মির প্রমাণ করছেন যে প্রতিভার বিকাশের জন্য শুধুমাত্র সুযোগের প্রয়োজন। তার সাম্প্রতিক পারফরম্যান্স নিঃসন্দেহে জম্মু ও কাশ্মীরের তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে এবং ভারতের ক্রিকেট জগতে নতুন এক সম্ভাবনার দিগন্ত খুলে দেবে।

jammu and kashmir Rohit Sharma Ranji Trophy Indian Cricket Team Ajinkya Rahane Jammu & Kashmir Jammu Team-India Team India Shivam Dube