Advertisment

আইপিএল বন্ধের পরেই চরম দুঃসংবাদ! করোনায় মৃত্যু রাজস্থানের চ্যাম্পিয়ন ক্রিকেটারের

ফাইনালে বরোদার বিপক্ষে প্রথম ইনিংসে ৯১ রানের বিপক্ষে ৪ উইকেট দখল করেছিলেন। বরোদার ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনের চারজনই তাঁর শিকার ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল স্থগিত। তারপরেই ভয়ঙ্কর দুঃসংবাদ ধেয়ে এল ভারতীয় ক্রিকেটে। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজস্থানের লেগ স্পিনার বিবেক যাদব। যিনি আবার রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিও জিতেছিলেন। ৩৬ বছরের ক্রিকেটার রেখে গেলেন স্ত্রী এবং কন্যাকে।

Advertisment

বুধবারই শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জাতীয় দলের প্রাক্তন তারকা আকাশ চোপড়া। টুইট করে লিখেছেন, "রাজস্থানের রঞ্জি ক্রিকেটার এবং আমার বন্ধু বিবেক যাদব আর নেই! রেস্ট ইন পিস। পরিবারের সঙ্গে সমবেদনা রইল আমার।

আরো পড়ুন: আমিরশাহি নয়, এবার IPL আয়োজনে ফেভারিট এই দু-দেশ! বড় চমকের পথে সৌরভের বোর্ড

রাজ্য দলের হয়ে বিবেক যাদব রাজস্থানের হয়ে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৫৭টি। ২০১০/১১ মরশুমে ঘরোয়া ক্রিকেটে রঞ্জি চ্যাম্পিয়ন হয় রাজস্থান। সেই জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন তিনি। বিবেকের কেরিয়ারের সেটাই সেরা সাফল্য।

publive-image

ফাইনালে বরোদার বিপক্ষে প্রথম ইনিংসে ৯১ রানের বিপক্ষে ৪ উইকেট দখল করেছিলেন। বরোদার ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনের চারজনই তাঁর শিকার। বিবেকের দুরন্ত বোলিংয়ের সৌজন্যেই প্রথম ইনিংসে রাজস্থান বড়সড় লিড পায়।

৩০ বছরে পা রাখার আগেই কেরিয়ারের শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছেন। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কেমোথেরাপি চলছিল তাঁর। হাসপাতালে কেমো নিতে গিয়েই করোনা আক্রান্ত হন। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আর জিততে পারলেন না শেষ পর্যন্ত।

তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket rajasthan BCCI
Advertisment