Ranji Trophy’s umpiring quality: মহারাষ্ট্রের ব্যাটসম্যান অঙ্কিত বাওনের বিতর্কিত আউট এবং তার জেরে ভিন্নমত পোষণের কারণে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর রঞ্জি ট্রফির আম্পায়ারিংয়ের মান নিয়েই প্রশ্ন উঠেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় প্রাক্তন খেলোয়াড় মনোজ তিওয়ারি বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, 'আমার কাছে আম্পায়ারিংই প্রধান উদ্বেগের বিষয়। যথাযথ সম্মান দিয়েও বলতে পারি, ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান অত্যন্ত খারাপ।'
মহারাষ্ট্রের ব্যাটসম্যান অঙ্কিত বাওনের ওপর এক ম্যাচে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ৬ষ্ঠ রাউন্ডের আগে মহারাষ্ট্র দলকে এই সিদ্ধান্তের কথা জানানোও হয়েছে। রঞ্জির ৫ম রাউন্ডের ম্যাচে বাওনের বিতর্কিত আউট যাবতীয় সমস্যার মূলে। স্লিপে বাওনের ক্যাচ ধরেন সার্ভিসেসের খেলোয়াড় শুভম রোহিলা। কিন্তু, দেখা যায় যে আউট হওয়ার পরও বাওনে নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছেন। ১৫ মিনিটের জন্য খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি অমিত শর্মা ও মহারাষ্ট্রের কোচ সুলক্ষণ কুলকার্নিকে পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়।
পরে মহারাষ্ট্রের কোচ কুলকার্নি বলেন, 'খেলোয়াড়দের জরিমানা করা যায়। তিরস্কার করা যায়। আম্পায়ারদের সঠিক মূল্যায়নের রাস্তা কী? কেন বারবার একই ভুল করা আম্পায়াররা ক্রমাগত আম্পায়ারিং করে যান? যখন এই ধরনের ভুল বারবার হয়, তখন রাগ তো হবেই।' প্রায় একই সুরে কথা বলেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মনোজ তিওয়ারিও। তিনি বলেন, 'বিসিসিআইয়ের ভাবা উচিত কীভাবে তারা আম্পায়ারিংয়ের মান উন্নত করতে পারে। এটি এক বা দুটি মরশুমের বিষয় নয়। বরং আমি বেশ কয়েক বছর ধরেই নিম্নমানের আম্পায়ারিং দেখছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেমন বড় ভুল হচ্ছে, তেমন কিছু শিশুসুলভ ভুলও হচ্ছে।'
আরও পড়ুন- ড্রেসিংরুমের পরিবেশটা কেমন? ইডেনে জিতেই গম্ভীরকে একশোয় একশো দিলেন অভিষেক
তিওয়ারি বলেন, 'খেলোয়াড়ের যদি ডোপ টেস্ট হয়, আম্পায়ারের কেন হবে না? ঘরোয়া ম্যাচের আম্পায়ারদের ডোপ টেস্ট করা উচিত। অনেকবার আমি আম্পায়ারদের ঝিমুনিমার্কা ভঙ্গিতে হাঁটতে দেখেছি। এমনকী আম্পায়াররা ঘুমিয়ে পর্যন্ত পড়েছেন। এরকম পরিস্থিতিতে কি সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব? আমি তো একবার জিজ্ঞাসাই করে বসেছিলাম, কাল রাতে কী খেয়েছেন? উত্তর এসেছিল, টিলার ওপর বসে হুইস্কি খেতে আমার দারুণ লাগে। এই সব কারণেই মরশুম শুরুর আগেই প্রত্যেক আম্পায়ারের শ্রবণ এবং দৃষ্টিশক্তির পরীক্ষা করানো উচিত।'