Advertisment

টস করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে রশিদ খান

বৃহস্পতিবার বাইশ গজে নয়া ইতিহাস লিখলেন রশিদ খান। আফগানিস্তানের স্টার লেগ স্পিনার হয়ে গেলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে এক ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে আফগানিস্তান।

author-image
IE Bangla Web Desk
New Update
Rashid Khan becomes youngest skipper ever in Test cricket

টস করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে রশিদ খান

বৃহস্পতিবার বাইশ গজে নয়া ইতিহাস লিখলেন রশিদ খান। আফগানিস্তানের স্টার লেগ স্পিনার হয়ে গেলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে এক ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে আফগানিস্তান। চট্টগ্রামের জোহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শাকিব আল হাসানের বাংলাদেশের মুখোমুখি হয়েছে রশিদের আফগানরা। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিলেন রশিদ।

Advertisment

বিশ্বকাপে আফগানিস্তানের ব্য়র্থতার পরেই রশিদের হাতে ক্য়াপ্টেনসির ব্য়াটন তুলে দেয় সেদেশের বোর্ড। রশিদের এখন বয়স ২০ বছর ৩৫০ দিন। রশিদ ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন। এর আগে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক ছিলেন জিম্বাবোয়ের প্রাক্তন উইকেটকিপার তাতেন্ডা টাইবু। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস করার সময় টাইবুর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। আট দিনের ব্য়বধানে ইতিহাস লিখলেন রশিদ।

আরও পড়ুন: পাকিস্তানের হেড কোচ হলেন মিসবা, বোলারদের দায়িত্বে ওয়াকার

টাইবু ভেঙেছিলেন ৪২ বছরের পুরনো রেকর্ড। যা ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খাল পতৌদির দখলে। তিনি ২১ বছর ৭৭ দিনে টেস্টের ক্যাপ্টেন হয়েছিলেন। রশিদ কিন্তু এর আগেও সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে নজির গড়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্য়াচে স্কটল্য়ান্ডের বিরুদ্ধে ক্য়াপ্টেনসি করেছিলেন।

Advertisment