Rashid Khan Brother Demise: চিরনিদ্রার দেশে রশিদ খানের প্রিয়জন, কান্নায় ভেঙে পড়লেন তারকা ক্রিকেটার

Rashid Khan Family Tragedy: বর্তমানে ট্রাই সিরিজ খেলছে আফগানিস্তান ক্রিকেট দল। এরইমধ্যে আচমকা রশিদ খানের পরিবার থেকে দুঃসংবাদ এল। তাঁর দাদা মারা গিয়েছেন।

Rashid Khan Family Tragedy: বর্তমানে ট্রাই সিরিজ খেলছে আফগানিস্তান ক্রিকেট দল। এরইমধ্যে আচমকা রশিদ খানের পরিবার থেকে দুঃসংবাদ এল। তাঁর দাদা মারা গিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rashid Khan (1)

রশিদ খান, ছবিটি AI দিয়ে তৈরি করা হয়েছে

Rashid Khan: আফগানিস্তানের (Afghanistan Cricket Team) তারকা ক্রিকেটার রশিদ খানের পরিবারে আপাতত শোকের পাহাড় নেমে এসেছে। আচমকাই প্রাণ হারিয়েছেন রশিদের দাদা হালিম শিনওয়ারি। আফগানিস্তানের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এই কঠিন সময়ে রশিদকে শক্ত থাকার পরামর্শও দিচ্ছেন। গত ২৯ অগাস্ট থেকে শুরু হয়েছে ট্রাই সিরিজ। প্রথম ম্যাচের আগে শিনওয়ারিকে শ্রদ্ধা জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। দলের ওপেনিং ব্য়াটার ইব্রাহিম জাদরান শোক প্রকাশ করে জানিয়েছেন, একটা পরিবারে একজন দাদা একেবারে পিতৃতুল্য হয়ে থাকেন। 

Advertisment

Kieron Pollard-Rashid Khan: ১ বার নয়, ২ বার নয়, টানা পাঁচ ছক্কা! রশিদ খানের বলের চামড়া গুটিয়ে ধুন্ধুমার পোলার্ডের, দেখুন ভিডিও

ইতিপূর্বে ইব্রাহিম জাদরান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছিলেন, 'রশিদ খানের দাদা হাজি আবদুল হালিমের মৃত্যু সংবাদ শুনলাম। এই খবরটা শোনার পর থেকেই আমি শোকে ভেঙে পড়েছি। একটা পরিবারে একজন দাদা একেবারে পিতৃতুল্য হয়ে থাকেন। আমি আন্তরিকভাবে এই কঠিন সময়ে রশিদ এবং ওর পরিবারকে সমবেদনা জানাই।'

Advertisment

অন্যদিকে, আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আসগর আফগান এই খবরটা শেয়ার করে লিখেছেন, 'রশিদ খানের দাদা মারা গিয়েছেন। এই খবর শুনে আমি শোকস্তব্ধ। আশা করি, রশিদ এবং ওর পরিবারকে আল্লাহ এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবেন।'

Rashid Khan punished: মাঠেই কুকীর্তি রশিদ খানের, আইসিসির চরম শাস্তি আফগান অধিনায়ককে

জড়িয়ে ধরলেন শাহিন আফ্রিদি

ট্রাই সিরিজের প্রথম ম্য়াচে পাকিস্তান এবং আফগানিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮২ রান করেছিল। জবাবে গোটা আফগানিস্তান ক্রিকেট দল ১৪৩ রানেই গুটিয়ে যায়। প্রসঙ্গত, দাদার মৃত্যু সংবাদ পেয়েও রশিদ খান এই ম্য়াচটি খেলতে নেমেছিলেন।

ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, রশিদ খান এবং পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার একে অপরের সঙ্গে কথা বলছেন। ভিডিওয় পাকিস্তানের তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি বুকে জড়িয়ে ধরেন রশিদ খানকে।

Afghanistan Cricket Team Rashid Khan