Advertisment

রতন টাটাকে বেনজির সম্মান ইস্টবেঙ্গলের! লক্ষ্মীবারেই সেরা আপডেটে তোলপাড় ফেলল লাল-হলুদ

বিরাট ঘোষণা করল ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
NULL

ইস্টবেঙ্গল এবার বেনজির উদ্যোগ নিল। ১লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে কাদের সম্মান জানানো হবে, বড়সড় ঘোষণায় জানিয়ে দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে 'ভারত গৌরব' সম্মান দেওয়া হতে চলেছে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে।

Advertisment

এই বছর ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে লাল-হলুদ শিবির। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিকালে বসছে তারকার মেলা। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সচিব স্বামী সুবীরানন্দজী মহারাজ।

গত সিজনে ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্সের মধ্যেও সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেইটন সিলভা। এবার ব্রাজিলিয়ান সুপারস্টারকে রেখেই স্কোয়াড গড়া হয়েছে কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে। সেই ক্লেইটনই এবারের বর্ষসেরা ফুটবলার। বর্ষসেরা উদীয়মান তারকা ফুটবলারের মর্যাদা পাচ্ছেন নাওরেম মহেশ। জি সিজনে মহেশ লাল-হলুদকে অক্সিজেন দিয়েছেন। জাতীয় দলে কোচ ইগর স্টিম্যাচেরও অস্ত্র তিনি। সেই নাওরেমই এবার উদীয়মান তারকা।

সকালে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন হবে ক্লাব তাঁবুতে। তারপর বিকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসবে মূল অনুষ্ঠানের আসর।

সেই অনুষ্ঠানে ব্যোমকেশ বোস মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মানে সম্মানিত' হতে চলেছেন লাল-হলুদের প্রাক্তন গোলরক্ষক তরুণ বোস।

ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেনের নামাঙ্কিত পুরস্কারের প্রাপক হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য। প্রতুল চক্রবর্তী এবং পঙ্কজ মেমোরিয়াল 'রেফারি' সম্মানে গুপ্ত মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হবে অরুনাভ দাস এবং মেহবুব হোসেনকে।

গোপাল বোস মেমোরিয়াল 'বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়' সম্মানে সম্মানিত করা হবে অঙ্কুর পালকে।

'আত্মজন স্মৃতি' সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার প্রয়াত মোনেম মুন্নাকে। সম্মাননা গ্রহণ করবেন প্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম ও পুত্র আজমান সালিদ।

এছাড়াও 'আত্মজন প্রীতি' সম্মানে সম্মানিত হতে চলেছেন প্রাক্তন খেলোয়াড় বাংলাদেশের শেখ মহম্মদ আসলাম, রুমি রিজভী করিম ও মহম্মদ গোলাম ঘাউস এবং বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদ ও বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সভাপতি হারুনুর রশিদ।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football ratan tata East Bangal East Bengal Club
Advertisment