সর্বভারতীয় মিডিয়ার দাবি যদি সত্যি হয়, তাহলে কোহলির নেতৃত্ব ত্যাগের পিছনে আরও বড় কারণ ফাঁস হয়ে গেল। রবি শাস্ত্রীর পরামর্শেই নাকি জাতীয় টি২০ দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। টিম ইন্ডিয়ার হেড স্যারের পরামর্শ ছিল সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। যাতে তিনি আরও বেশি ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারেন।
কয়েকদিন আগেই কোহলি ঘোষণা করেছেন আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই জাতীয় দলের টি২০ দলের নেতারা পদ থেকে সরে দাঁড়াবেন। ধোনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে কোহলি সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক হন ২০১৭-য়। কোহলির অধিনায়কত্বে তিনবার আইসিসি টুর্নামেন্টে অংশ নিয়ে একবারও সফল হয়নি টিম ইন্ডিয়া। ২০১৭-য় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে পর্যুদস্ত করে পাকিস্তান। ২০১৯-এ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ভারত সেমিফাইনালে হেরে বসে নিউজিল্যান্ডের কাছে। এরপরে চলতি বছরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়ি হার্ডল টপকাতে পারেনি কোহলির ভারত।
আরও পড়ুন: কেকেআরের কাছে লজ্জার হারের জের! ‘মাঝপথেই ছাঁটা হতে পারে’ ক্যাপ্টেন কোহলিকে
রিপোর্টে বলা হয়েছে, কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যায় গত বছরের শেষে বর্ডার-গাভাসকার ট্রফিতে। অস্ট্রেলিয়ার মাটিতে এডিলেডে শোচনীয় হারের পরে দেশে ফিরে আসেন কোহলি। এর পরে কার্যত দ্বিতীয় সারির দল নিয়েই ভারত অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে ইতিহাস গড়ে। কোহলিকে ছাড়াই দলের এই জয় অনেক প্রশ্ন তুলে দিয়েছিল।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে শাস্ত্রী কোহলি সীমিত ওভারের ক্যাপ্টেনশিপ ছাড়ার পরামর্শ দেন। 'ইন্ডিয়া এহেড' নামক প্রচারমাধ্যমে লেখা হয়েছে, "নিয়মিত ক্যাপ্টেন কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরের ঐতিহাসিক জয়ের পরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আগে ফলাফল আশাব্যঞ্জক না হলে কোহলিকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হতে পারে।"
আরও পড়ুন: কোহলির পরে আরসিবির নেতা কে! আলোচনায় একের পর এক সুপারস্টারের নাম
বোর্ডের এক সূত্র সেই প্রচারমাধ্যমে বলেছেন, "ছয় মাস আগে শাস্ত্রী কোহলিকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন। তবে সেই পরামর্শ উপেক্ষা করেই কোহলি নেতৃত্বদান চালিয়ে যাচ্ছিলেন। ওয়ানডের নেতৃত্ব কোনওভাবেই ছাড়তে রাজি নন কোহলি।।সেই কারণেই কেবলমাত্র টি২০-র নেতৃত্ব ছেড়েছেন। এমনকি বোর্ডের তরফেও বারবার বার্তা দেওয়া হচ্ছিল ব্যাটসম্যান কোহলিকে দলের আরও প্রয়োজন। কারণ এখনও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার রয়েছে তাঁর।"
অধিনায়কত্বের মধ্যে প্রশ্নের মুখোমুখি হলেও কোহলির সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ব্যাটিং ফর্ম। গত দু বছর ধরে একটাও সেঞ্চুরি নেই তারকার ব্যাটে। বারবার প্রশ্নের মুখে পরেই কোহলি জাতীয় টি২০ এবং আরসিবি থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা করে ফেলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন