Advertisment

কোহলিকে ক্যাপ্টেন না করা বড় ভুল! পুরোনো ঘটনা টেনে বিরাট মন্তব্যে তোলপাড় শাস্ত্রীর

কোহলিকে ক্যাপ্টেন না করায় ক্ষেপে লাল রবি শাস্ত্রী

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফাফ দু-প্লেসিস পুরোপুরি ফিট নয়। তাই ফের একবার নেতৃত্বের আর্মব্যান্ড হাতে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। পাঞ্জাব এবং রাজস্থানের বিপক্ষে পরপর আরসিবি জোড়া জয় পেয়েছে কোহলিট নেতৃত্বে। তবে শেষ ম্যাচে কেকেআরের কাছে হার স্বীকার করতে হয়েছে।

Advertisment

গত বছর নেতৃত্বে শেষবার দেখা গিয়েছিল কিং কোহলিকে। টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন হিসাবে। তারপর রোহিত শর্মা জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই নেতা হয়েছেন। এমন অবস্থায় কোহলির নেতৃত্ব নিয়ে বড় মন্তব্য করে বসলেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

"ভেবেছিলাম ও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে। রোহিত অসুস্থ (করোনা আক্রান্ত) হয়ে পড়ার পর ভেবেছিলাম কোহলিকে নেতৃত্ব দেওয়ার কথা বলা হবে। আমি যদি ওখানে থাকতাম সেটাই করতাম। রাহুল দ্রাবিড়ও নির্ঘাত সেরকম করতেন। আমি নিশ্চিত। আমি যদিও দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে কথা বলিনি। তবে আমি হলে ক্যাপ্টেন হিসাবে বোর্ডের কাছে কোহলিট নাম সুপারিশ করতাম। কারণ ভারত সেই সকল সিরিজে ২-১ এ এগিয়ে ছিল। আর কোহলি ওই স্কোয়াডের অংশ ছিল। ও হয়ত ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে পারত।" ইএসপিএন ক্রিকইনফো-কে বলে দিয়েছেন শাস্ত্রী।

রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা সিরিজ নির্ধারক সেই টেস্টে নেতৃত্ব দেন। বায়ো বাবলে কোভিড সংক্রমণের জন্য সিরিজের শেষ ম্যাচ পিছিয়ে গিয়েছিল। বুমরা যদিও নেতা হিসেবে দেশকে জেতাতে পারেননি। সাত উইকেটে ইংল্যান্ড ভারতকে হারিয়ে সিরিজ ২-২ করে দেয়।

জাতীয় দলের পুনরায় নেতা হওয়ার ক্ষেত্রে কোহলিট কোনও সংকোচ ছিল কিনা জানতে চাওয়া হলে, শাস্ত্রী সটান বলে দেন, "মোটেই নয়। জাতীয় দলের নেতা হওয়া সবসময় সম্মানের। এরকম পরিস্থিতিতে সেরা সিদ্ধান্ত নিতে হয়। দলের নিয়মিত ক্যাপ্টেন আহত, স্কোয়াডের বাইরে। তাই ভাবতে হবে কোথায় আমরা পিছিয়ে রয়েছি। ইংল্যান্ডের মাটিতে ইংরেজরা ১-২ পিছিয়ে। বিশ্বের কটা দেশ একই বছরে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে?"

Read the full article in ENGLISH

Virat Kohli BCCI Ravi Shastri Indian Cricket Team
Advertisment