BCCI head coach, Ravi Shastri: রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব ছাড়লেও টিম ইন্ডিয়ার হেডকোচ হিসেবে ফিরতে পারছেন না রবি শাস্ত্রী। গাভাসকার জমানায় ভারতীয় দলের তারকা শাস্ত্রী, অতীতে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব সামলেছেন। কিন্তু, ফের সেই পদে তাঁর ফেরার পথে শতেক বাধা। আর, সেই কারণেই তিনি কমেন্ট্রিতে মন দিয়েছেন।
যদিও শাস্ত্রী বলে রেখেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি ভবিষ্যতে যে কোনও দলের দায়িত্ব নিতে পারেন। যদিও এবারের আইপিএলেও দেখা গিয়েছে, শাস্ত্রী কোনও দলকেই কোচিং করাননি। শেষ পর্যন্ত দ্রাবিড়ের বিদায়বেলাতেই ফাঁস হয়ে গেল, শাস্ত্রী আর কোনওদিনই টিম ইন্ডিয়ার কোচ হতে পারবেন না।
খেলোয়াড় জীবনে শাস্ত্রী বরাবর সংবাদমাধ্যমের শিরোনামে থাকতেন। রীতিমতো বলিয়ে-কইয়ে, আর দেখতে-শুনতে তারকাসুলভ এই ভারতীয় অলরাউন্ডার জাতীয় দলের হয়ে ৩০ টেস্ট এবং ৫০টি একদিনের ম্যাচ খেলেছেন। কোনও আঞ্চলিক দলকে কোচিং না করিয়েই সরাসরি তিন বছর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন।
বর্তমানে শাস্ত্রী যখন কমেন্ট্রিতে পুরোপুরি মগ্ন, সেই সময়ই জানা গিয়েছে, রাহুল দ্রাবিড় আর জাতীয় দলের কোচ থাকতে নারাজ। গত একদিনের বিশ্বকাপের পর দ্রাবিড়ের কার্যকালের মেয়াদ ছ'মাস বাড়ানো হয়েছিল। কিন্তু, সেটা আর বাড়াতে নারাজ দ্রাবিড় নিজেই। এই পরিস্থিতিতে আগামী তিন বছরের জন্য কোনও বিশেষজ্ঞকে কোচ হিসেবে নিয়োগ করতে চাইছে বিসিসিআই। সেজন্য ইতিমধ্যে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।
অনেকে অবশ্য ভেবেছিলেন, এই পরিস্থিতিতে শাস্ত্রী ফের টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতে পারেন কি না? কারণ, দ্রাবিড়ের আগে শাস্ত্রীই জাতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় দল ভালো সাফল্যও পেয়েছে। সেসময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তাঁর ক্যাপ্টেনসিতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত সিরিজ জিতেছে। যার মধ্যে ছিল গাব্বায় দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নেওয়ার ইতিহাসও। কিন্তু, পরে স্পষ্ট হয়েছে যে জাতীয় দলের কোচ হিসেবে শাস্ত্রীর ফেরার কোনও সম্ভাবনাই নেই।
কারণ, বিসিসিআই চায় অনূর্ধ্ব ৬০ কাউকে কোচ করতে। আর, শাস্ত্রী ইতিমধ্যেই ৬১। কারণ, শাস্ত্রীর জন্ম ১৯৬২-র ২৭ মে। আর, সেটা জেনেই শাস্ত্রী আবেদনও করেননি। দ্রাবিড় অবশ্য কোচ থাকতে পারতেন। তাঁর বয়স কম। তাই কোচ হিসেবে থাকার সুযোগ ছিল। তিনি প্রথমে রাজিও হয়েছিলেন। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও চাইছিলেন, দ্রাবিড়ই দলের কোচ থাকুন। কিন্তু, বিসিসিআই সাদা বলের জন্য আলাদা কাউকে কোচ হিসেবে চাইছিল। সেসব শুনেই দ্রাবিড় বেঁকে বসেন।
আরও পড়ুন- মেয়েরা চার বিস্ময়, ওটা ছিল পঞ্চম! গোয়েঙ্কার গরম দেখে মুখ খুললেন এবার রাহুলদের হেড কোচ
অনেকে চেয়েছিলেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-র কোচ ভিভিএস লক্ষ্মণকে দ্রাবিড়ের জায়গায় আনা হোক। কিন্তু, বিসিসিআই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত কোনও রদবদল করতে চাইছে না। তার মধ্যে পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংয়ের নামও ঘোরাফেরা করছে। অনেকে আবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের কোচ রিকি পন্টিংকে কোচ হিসেবে চাইছেন। কিন্তু, ভারতীয় দলের কোচের দায়িত্ব মানে, তিন বছর অস্ট্রেলিয়ার বাইরে কাটানো। সেজন্যই পন্টিং রাজি হচ্ছেন না বলেই খবর।