/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Ravi-Shastri.png)
সমর্থকদের পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গেল রবি শাস্ত্রীর একটি পোস্ট। নিজের বিখ্যাত অডি গাড়ির ছবি পোস্ট করলেন জাতীয় দলের প্রাক্তন কোচ। ১৯৮৫-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনি। তার পুরস্কার হিসাবে শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল আইকনিক গাড়ির চাবি।
সুনীল গাভাসকারের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে আট উইকেটের ব্যবধানে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ফাইনাল হয়েছিল এমসিজিতে। সেই জয়ে বিশ্ব ক্রিকেটে এক লহমায় ভারতীয় দলের মর্যাদা বেড়ে গিয়েছিল। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের পরে সেবারই প্ৰথম ভারত বৈশ্বিক কোনও টুর্নামেন্টে জয়ী হয়।
আরও পড়ুন: ডালমিয়ার সঙ্গে সাক্ষাৎ করেই বাংলাকে বাইবাই! শেষবেলায় ফোঁস করে উঠলেন IPL চ্যাম্পিয়ন ঋদ্ধি
সেই বিশেষ পুরস্কার এবার সর্বসমক্ষে আনলেন রবি শাস্ত্রী। শাস্ত্রীর সেই অডি গাড়ি রয়েছে থানের সুপার কার ক্লাবের গ্যারাজে। সেই গাড়ির বেশ কিছু ছবি শেয়ার করে শাস্ত্রী লিখলেন, "এসব ছবি চূড়ান্ত পর্যায়ে নস্ট্যালজিক করে তুলছে। এটা একটা জাতীয় সম্পদ। এটা টিম ইন্ডিয়ার।"এই টুইটের সঙ্গে গৌতম সিংঘানিয়াকেও ট্যাগ করেছেন তিনি।
This is as nostalgic as it can get! This is a 🇮🇳 national asset. This is #TeamIndia’s @AudiIN - @SinghaniaGautam 🙏🏻 pic.twitter.com/fkVITwTXw1
— Ravi Shastri (@RaviShastriOfc) June 3, 2022
চার দশক আগের সেই টুর্নামেন্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রবি শাস্ত্রী। পাঁচ ম্যাচে ৪৫.৫০ গড়ে ১৮২ রান করেছিলেন। বল হাতে ৮ উইকেট দখল করেন। দেশের জার্সিতে দুই দশক খেলেছেন। খেলোয়াড়ি জীবনে অবসরের পরে কমেন্ট্রির দুনিয়ায় নাম লিখিয়েছিলেন। স্বতন্ত্র কমেন্টেটর হিসাবে নিজের নাম পাকা করে ফেলেছেন। দেশের বেশ কিছু স্মরণীয় ক্রিকেট মুহূর্ত উজ্জ্বল হয়ে রয়েছে তাঁর কন্ঠে।
এরপরে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন। চার বছর জাতীয় দলে কোচিং করিয়েছেন। ২০১৭-য় চ্যাম্পিয়ন্স ট্রফির পর শাস্ত্রী কোচিংয়ের দায়িত্ব পান। ২০২১-এ টি২০ বিশ্বকাপের পরে কোচিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।