Advertisment

Suryakumar Yadav: যে যাই বলুক… নিন্দুকদের মুখে ঝামা ঘষে সূর্যকুমারের ক্যাচ নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

Ravi Shastri on Suryakumar Yadav catch: সূর্যকুমারের বিশ্বকাপ জেতানো ক্যাচ নিয়ে বাংলাদেশের প্রচার মাধ্যমের একাংশ সরব হয়েছিল। তাঁদের জবাব দিলেন রবি শাস্ত্রী

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, Ravi Shastri, সূর্যকুমার যাদব, রবি শাস্ত্রী,

Suryakumar Yadav-Ravi Shastri: সূর্যকুমারের ক্যাচ বিতর্কে ইতি টানলেন শাস্ত্রী। (ছবি- টুইটার)

Ravi Shastri on Suryakumar Yadav catch: টি২০ বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যাচের ভিডিও ঘিরে বিতর্কে ইতি টানলেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ ও বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ওই ক্যাচ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকে অনেক কথা বলেছে। সেসব উড়িয়ে সূর্যকুমার যাদবের প্রতি রবি শাস্ত্রীর বার্তা, 'লোকজন কী বলছে, সেসব জাহান্নামে যাক।' এই বার্তায় শাস্ত্রী জানিয়েছেন, ওই ফাইনাল ম্যাচের সময় তিনি কমেন্ট্রি বক্সে ছিলেন। গোটা ক্যাচপর্বটা দেখেছেন। স্কাইয়ের পা লেগে বাউন্ডারের দড়ি সরে যাওয়ার মত কিছুই ঘটেনি বলেও শাস্ত্রী জানিয়েছেন।

Advertisment

প্রকাশিত যে ভিডিওয় সূর্যকুমারের উদ্দেশ্যে শাস্ত্রী বার্তা দিয়েছেন, সেখানে শাস্ত্রী বলেছেন, ওই ম্যাচ উত্তেজনায় পরিপূর্ণ ছিল। ডেভিড মিলারের সেই অসাধারণ ক্যাচটা নিয়ে সূর্যকুমার ম্যাচটাকে ভারতের দিকে ঘুরিয়ে দেন। মিলার আউট হতেই বার্বাডোসের ওই ম্যাচে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। এরপরই ওই ক্যাচ নিয়ে শুরু হয় বিতর্ক। রিপ্লেতে যদিও বারবার করে দেখা গিয়েছে, ক্যাচটা সঠিক ছিল। সূর্যকুমার অসাধারণ ক্যাচ নিয়েছেন বললেও কম বলা হয়। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন শাস্ত্রী।

১৯৮৩ সালের প্রথম একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য শাস্ত্রী। সূর্যকুমারের ক্যাচ প্রসঙ্গে সেই শাস্ত্রী আইসিসিকে বলেছেন, 'যা ঘটেছে, সেটা আমার নাকের কাছে। আমি অনেকের চেয়ে ব্যাপারটাকে অনেক ভালোভাবে দেখেছি। আমার সামনে মনিটর ছিল। আর, অনেকের ঘাড়ের ওপর দিয়ে সবকিছু পরিষ্কার দেখার জন্য যতটা উচ্চতার দরকার হয়, আমার সেটা আছে। আর এর ফলে আমার কমেন্ট্রি করতেও সুবিধা হয়। ইয়ান (স্মিথ) ব্যাপারটা নিয়ে বলছিলেন। সেই সময় আমি আর ইয়ান বলেছিলাম, সবটা যখন মিটে যাবে, পছন্দ না হলেও ডেভিড মিলার রিপ্লেতে দেখবেন ক্যাচটা পুরো পরিষ্কার আর ঠিকঠাক ছিল।'

শাস্ত্রী ওই ভিডিওয় সূর্যকুমারের উদ্দেশ্যে বলেছেন, 'লোকে কী বলছে, সেসব বাদ দাও। এটা পরিষ্কার যে কোনও কিছুই সরে যায়নি। আমি ২০ ফুট উঁচু থেকে সব দেখেছি। আমার সামনে মনিটর ছিলেন, তাতেও সেটাই দেখিয়েছে। আমার মনে হয়েছে এই ক্যাচটাই গেম চেঞ্জার ছিল। কারণ, মিলার ভয়ংকর হয়ে উঠেছিল। যদি সেটা ক্যাচ না হয়ে ছয় হয়ে যেত, তবে জেতার জন্য দক্ষিণ আফ্রিকার ১০ বলে ৯ রানের দরকার হত। তারপর একটা বড় শট খেললেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে যেত। তাই ক্যাচ নেওয়ার সময়টাও ছিল অসাধারণ।'

আরও পড়ুন- ক্রিকেটের মহাযজ্ঞ বসছে ভারত-বাংলাদেশে! আগামী বছরেই তুলকালাম টুর্নামেন্টের আয়োজক দুই দেশ

ওই ম্যাচের পর থেকেই সূর্যকুমার যাদবের সৌভাগ্যের দরজা যেন খুলে গিয়েছে। তাঁর ওই ক্যাচের জন্য ভারত টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সূর্যকুমার টি২০ ফরম্যাটে ভারতের কোচ নিযুক্ত হয়েছেন। গৌতম গম্ভীরের কোচিংয়ে যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ইতিমধ্যেই শ্রীলঙ্কায় টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে।

T20 World Cup Ravi Shastri Suryakumar Yadav Cricket News
Advertisment