নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশে তুমুল অব্যবস্থা। বিরোধীরা প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। প্রতিবাদে, মিছিলে নাগরিক উত্তাপে কেন্দ্রীয় শাসকদলকে ব্যতিব্যস্ত রাখছেন একাধিক বিরোধী দলগুলি। বহু বিদ্বজনও সরব হয়েছেন সিএএ নিয়ে। ধর্মঘট, ভাঙচুর প্রায় প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে ভারতবাসীর। রাজনীতির জল গড়িয়েছে বহুদূর।
নাগরিকত্ব আইন নিয়ে প্রতিদিনই রাজনৈতিক তরজা অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক রাজ্যের অ-বিজেপি মুখ্যমন্ত্রী সিএএ আইনের বিরোধীতা করছেন প্রতিদিন।
এর মধ্যেই জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী সরাসরি মোদিকেই সমর্থন জানাচ্ছেন। সর্বভারতীয় প্রচারমাধ্যম টিভি-১৮ কে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, "ভারতের হয়ে খেলছি ১৮ বছর বয়স থেকে। আমার দলেও একাধিক ভাগ ছিল- ধর্মের, জাতির, শ্রেণির। তবে আমি বলব, ভারতীয় হিসেবে শুধু ভাবুন। দেশের কেন্দ্রীয় সরকার নিশ্চয় এই বিষয়ে তলিয়ে ভেবেছে। এখন ব্যবহারিক জীবনে এসব প্রয়োগ করার বিষয়। যদি এতে সমাজের কিছু বিষয়ে উন্নতি হয়!"
সাক্ষাৎকারে শাস্ত্রীকে আরও জিজ্ঞাসা করা হয়, দেশের কিছু জনতাকে যেভাবে ভারতীয়, অন্যদের যেভাবে অ-ভারতীয় হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, এতে সমাজের সর্বস্তরে ভয়ের মানসিকতা গ্রাস করবে কিনা! শাস্ত্রীর যুক্তি, "আমি এই বিষয়ে বিশদে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, আমি যা অনুভব করি, ভারতীয় হিসেবেই। ধৈর্য্য ধরা উচিত। প্রত্যেকেরই এতে উপকার হবে।"
মোদির সঙ্গে রবি শাস্ত্রীর ব্যক্তিগত স্তরে সখ্যতা অবশ্য অনেক পুরনো। গত বছরেই শাস্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করে সমর্থকদের কাছে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট' এবং 'স্বচ্ছ ভারত অভিযান'-এ যেন সাড়া দেওয়ার জন্য।
Read the full article in ENGLISH