Ravi Shastri on Virat Kohli: বিরাট বন্দনা করলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর দাবি, এমএস ধোনি যখন ভারতীয় দলের অধিনায়ক, সেই সময় থেকেই তাঁর নজর ছিল বিরাট কোহলির দিকে। শুধু তাই নয়, কোচ হিসেবে তিনি অধিনায়ক বিরাটের সঙ্গে এক দুর্দান্ত সম্পর্ক উপভোগ করেছেন বলেও দাবি করেছেন শাস্ত্রী। এতেই ক্ষান্ত না-হয়ে কোহলিকে হিরের সমতুল্য বলেও তারিফ করেছেন প্রাক্তন এই হেড ।
মাইকেল আথারটনের সঙ্গে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'অনেকের মধ্যেই প্রতিভা ছিল। কিন্তু, আমি দলগত সাফল্য দেখতে চেয়েছিলাম। আমি জিততে চেয়েছিলাম এবং টেস্ট ক্রিকেটে ভারতকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে চেয়েছিলাম। আর, বিরাট কোহলির মধ্যে একটি হিরে খুঁজে পেয়েছি। যখন (এমএস) ধোনি আমার দলের অধিনায়ক ছিলেন, তখনও আমার নজর ছিল তাঁর (বিরাটের) দিকে। আমি ওঁকে (বিরাট কোহলি) আমার কোচিংয়ের দ্বিতীয় মাসের প্রথম দিকেই বলে দিয়েছিলাম যে, 'হয়তো সময় লাগবে। কিন্তু, অপেক্ষা কর, সব দেখ, আর প্রস্তুত থাকো (অধিনায়কত্বের জন্য)।'
ভারতের পেস বোলারদের ফোর্স তৈরিতে কোহলির পাশাপাশি শাস্ত্রীর ভূমিকাও ছিল অসামান্য। বাকিটা ইতিহাস। কারণ, ভারত ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ ড্র করেছে। এই ব্যাপারে শাস্ত্রী বলেন, 'কোহলি টেস্ট ক্রিকেটের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়েছিল। ও এই ব্যাপারে রীতিমতো আবেগপ্রবণ। আর, দুর্দান্ত কিছু করে দেখাতে ছটফট করত। যা আমার চিন্তাধারার সঙ্গে খাপ খায়। আপনি যখন অস্ট্রেলিয়া বা পাকিস্তানে খেলবেন, তখন আপনার কাছে অবশ্যই পেস বোলারদের একটি ফোর্স থাকতে হবে। কোনও অভিযোগ, কোনও অজুহাত এসব ক্ষেত্রে খাটে না।'
এই ব্যাপারে প্রাক্তন ভারতীয় খেলোয়াড় শাস্ত্রী, জসপ্রিত বুমরাহেরও বিশেষ প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে, বুমরাহ কেবল সাদা বলের বিশেষজ্ঞর মত স্টেরিওটাইপ নন। বরং, সব ধরনের বলেই বুমরাহ সমান সচল। শাস্ত্রী মনে করিয়ে দেন, 'আমার মনে আছে ওর (বুমরাহ) সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল কলকাতায়। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, যে ও কি টেস্ট ক্রিকেট খেলতে চায়? বুমরাহ বলেছিল যে খেলতে পারলে সেটাই ওর জীবনের সবচেয়ে বড় দিন হবে। ওকে জিজ্ঞাসা না করেই ওকে সাদা বলের ক্রিকেটার বলে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, আমি জানতাম। আমি দেখতে চেয়েছিলাম ও কতটা ক্ষুধার্ত। আমি ওকে বলেছিলাম, প্রস্তুত হও। আমি ওকে বলে দিয়েছিলাম, দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলাব।'
আরও পড়ুন- বাংলার তারকাকে সুযোগ দিতে ব্রাত্য সফলতম পেসারই! আগারকারদের ওপর অভিমানে ফাটলেন স্পিডস্টার
বছর ৬১-র শাস্ত্রী বলেন, 'ও টেস্ট ক্রিকেট খেলতে জানে। ভালো খেলতে পেরে খুবই উচ্ছ্বাস দেখিয়েছে। বিরাট কোহলির সঙ্গে টেস্ট ক্রিকেট খেলতে ও (বুমরাহ) মরিয়া হয়ে উঠেছিল। কারণ, ওঁরা জানে, দিনের শেষে সাদা বলের গড় কেউ মনে রাখে না। লোকে সবসময় টেস্ট ক্রিকেটের নম্বরটাই মাথায় রাখে।'