কোহলি টেস্ট থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা করার পরেই হৃদয়ভরা প্রতিক্রিয়া জানালেন স্বয়ং রবি শাস্ত্রী। জানিয়ে দিলেন, ৮ বছরের দীর্ঘ অধিনায়কত্ব কেরিয়ারে কোহলির ইতি টানার ঘটনা ব্যক্তিগতভাবে তাঁকে আহত করেছে। দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের ২৪ ঘন্টার মধ্যে কোহলি আচমকা টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।
তারপরে সোশ্যাল মিডিয়ায় আবেগী গলায় কোহলির উদ্দেশ্যে বার্তা দেন শাস্ত্রী। টুইটারে রবি শাস্ত্রী লেখেন, "বিরাট, তুমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছ। অধিনায়ক হিসেবে তোমার মত কীর্তি খুব কমজন-ই গড়তে পেরেছেন। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে দারুণ দুঃখের দিন। কারণ, এই দলটা আমরা একসঙ্গে গড়ে তুলেছিলাম।"
আরও পড়ুন: ড্রেসিংরুমে আগেই নেতৃত্ব ত্যাগের ঘোষণা! সতীর্থদের কাছে বিশেষ অনুরোধও ছিল কোহলির
২০১৪/১৫ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ধোনি যখন আচমকা নেতৃত্ব থেকে সরে দাঁড়ান, সেই সময় অধিনায়ক হন কোহলি। সেই টিম ইন্ডিয়ায় ম্যানেজার ছিলেন।রবি শাস্ত্রী। ২০১৫ সালে বিশ্বকাপের পরে রবি শাস্ত্রীর মেয়াদ খতম হয়। তবে এক বছর পরে অনিল কুম্বলে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ায় কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটে রবি শাস্ত্রীর।
ভারতীয় ক্রিকেটে ধোনি-শাস্ত্রী যুগ চলে ২০১৭-২০২১ পর্যন্ত। দেশে সেরা সেরা দলের বিরুদ্ধে যেমন জয় পেয়েছে কোহলি-শাস্ত্রীর ভারত, তেমন বিদেশের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকেও হারিয়েছে। কোহলি-শাস্ত্রীর জুটিতে ভারত প্ৰথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরে ২০১৮/১৯-এ। গত বছরে ইংল্যান্ড সফর বাতিল হওয়া পর্যন্ত ভারত সিরিজে ২-১ এ এগিয়ে ছিল।
আরও পড়ুন: বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ… নেতৃত্ব ছেড়ে ধোনিতে আবেগী কোহলি, নুইলেন কৃতজ্ঞতায়
কোহলির নেতৃত্বে ভারতীয় দল দেশে-বিদেশে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া। কোহলির ভারত দীর্ঘদিন টেস্টের ক্রমপর্যায়ে একনম্বর স্থান ধরে রেখেছিল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ৰথমবারের ফাইনালেও ভারত পৌঁছয়।
কোহলি রবি শাস্ত্রী সহ বাকি সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন। "রবি ভাই সহ সমস্ত সাপোর্ট স্টাফ যাঁরা এই গাড়ির আসল ইঞ্জিন ছিলেন তাঁরা জীবনের এই দৃষ্টিভঙ্গি দলে নিয়ে এসেছিলেন। দলকে ক্রমাগত উপরে নিয়ে গিয়েছেন ওঁরা।" লিখেছেন কোহলি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন