Advertisment

মদের ঘোরে ইন্ডিয়ার গোপন তথ্য পাচার শাস্ত্রীর! ফাঁস করলেন চ্যাপেল

এডিলেডে দিন রাতের টেস্ট খেলেই কোহলি সন্তান জন্মের জন্য দেশে ফিরে আসবেন। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্ট থেকেই জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব নেবেন অজিঙ্কা রাহানে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মদের নেশায় সম্ভবত ভারতের টেস্ট সিরিজের বোলিং কম্বিনেশনই প্রতিপক্ষের কাছে ফাঁস করে দিয়েছেন। ইয়ান চ্যাপেলের মন্তব্যে এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

Advertisment

সীমিত ওভারের ক্রিকেট যুদ্ধ শেষ। এবার টেস্টের ময়দানে নামবে দুই দল। আইপিএলে ইশান্ত শর্মা চোট পেয়ে বসার পরেই ভারতের টেস্ট সিরিজের বোলিং কম্বিনেশন কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। ইশান্তের জায়গায় টেস্টের জন্য উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং নভদীপ সাইনি- এই তিনজন অপশন ছিলেন। এই তিনজনের মধ্যে তৃতীয় পেসারের কোটায় সেরা অপশন হিসাবে ফেভারিট ছিলেন উমেশ।

আরো পড়ুন: ফ্রিতে ড্রিঙ্কসের জন্য আইপিএলে আসে অস্ট্রেলিয়ানরা, বড়সড় অভিযোগ এবার সুপারস্টারের

তবে সম্প্রতি ইয়ান চ্যাপেল দাবি করেছেন, ভারতের টেস্ট দলের বোলিং কম্বিনেশন কী হতে চলেছে, তা তিনি জানেন। তাঁকে জানিয়েছেন স্বয়ং জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। পুরোটাই অপ্রকৃতিস্থ অবস্থায়।

চ্যাপেল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "একদিন রবির (শাস্ত্রী)।সঙ্গে ড্রিঙ্ক করছিলাম। ও তখন বলে বসে তৃতীয় পেসারের জায়গায় সম্ভবত উমেশই খেলতে চলেছে।" ক্রিকেট কনভার্সেশন অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন সাংবাদিক আশিষ রায়। সেখানেই চ্যাপেল আরো বলেছেন, "ইন্ডিয়ার দুজন স্মার্ট ফাস্ট বোলার রয়েছে জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। এডিলেডে প্রথমে ব্যাট করা দল যদি স্কোরবোর্ডে ৩০০ তুলে দেয়, তাহলে লেখা যেতেই পারে, তারা জিততে চলেছে।"

এডিলেডে দিন রাতের টেস্ট খেলেই কোহলি সন্তান জন্মের জন্য দেশে ফিরে আসবেন। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্ট থেকেই জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব নেবেন অজিঙ্কা রাহানে। চ্যাপেল যদিও বলেছেন, ব্যাটসম্যান কোহলির ফিরে যাওয়া ভারতের কাছে ধাক্কা হলেও, নেতৃত্বের অভাব অনুভূত হবে না। কারণ, অজিঙ্কা রাহানে রয়েছেন।

সিনিয়র চ্যাপেলের যুক্তি, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওঁকে একটা টেস্টে নেতৃত্ব দিতে দেখেছিলাম আগে। বেশ ভালো লেগেছিল। ও বেশ আগ্রাসী অধিনায়ক।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Ravi Shastri
Advertisment