বোমা ফাটিয়েছিলেন অশ্বিন। বলে দিয়েছিলেন, অতীতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বর্তমানে সেই সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে সহকর্মীদের মত। আর অশ্বিনের তোলপাড় ফেলে দেওয়া স্বীকারোক্তির পরেই দক্ষিণী স্পিনারকে একহাত নিলেন রবি শাস্ত্রী।
এক সাক্ষাৎকারে জাতীয় দলের প্রাক্তন হেড স্যার বলে দিয়েছেন, "আমার কাছে জাতীয় দলের ক্রিকেটাররা সহকর্মীর বেশি কিছু নয়। এই সহকর্মীদের মধ্যেই কেউ কেউ বন্ধু হয়ে যায়। একজনের কতজন ঘনিষ্ঠ বন্ধু থাকতে পারে? কাউকে জিজ্ঞাসা করলেই সে বলব হয়ত ৪-৫ জন। জীবনে পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুই আমার কাছে অনেক। এর বেশি চাই না। আমি যে সময় খেলেছি, কমেন্ট্রি করেছি, সেই সময় পর্বে।"
ভারত ২০৯ রানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্যুদস্ত হওয়ার পরই অশ্বিন এক সাক্ষাৎকারে বিষ্ফোরকভাবে বলে দিয়েছিলেন, "একটা সময় ছিল, যখন ক্রিকেট খেলার সময় দলীয় সতীর্থরা সকলে বন্ধু ছিল। এখন সবাই সহকর্মীর পর্যায়ে চলে এসেছে। তোমার ডানদিকে, বাঁ দিকে যাঁরা বসে রয়েছে তাঁরাই তোমাকে পেরিয়ে এগিয়ে যেতে চায়। 'কেমন আছো'- এরকম প্রশ্ন কেউই আর করে না।"
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে ছাড়াই দল সাজিয়েছিল টিম ইন্ডিয়া। তা সত্ত্বেও আইসিসি ক্রমপর্যায়ে তারকা অফস্পিনার বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ৮৬০ পয়েন্টে শীর্ষে অশ্বিন। দ্বিতীয় স্থানে থাকা জেমস আন্ডারসন ৮২৯ পয়েন্ট অর্জন করেছেন।
Read the full article in ENGLISH