প্রতিপক্ষ ব্যাটসম্যানরা যখন ভারতীয় বোলারদের উপর আধিপত্য স্থাপন করেন, তখন ভয়ানক রেগে যান হেড কোচ রবি শাস্ত্রী। এমনটাই জানালেন বোলিং কোচ ভরত অরুণ। রবি শাস্ত্রীর কোচিংয়ে ভয়ডরহীন ক্রিকেটে বিশ্বের প্রথম সারির দল হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতেও প্রাধান্য নিয়ে সিরিজ জিতেছে ভারত।
ভরত অরুণ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, ভারতীয় বোলাররা বাউন্ডারি হজম করলে মোটেই সহ্য করতে পারেন না রবি শাস্ত্রী। "ও ড্রেসিংরুম থেকে ম্যাচ ফলো করে। তবে শাস্ত্রী বোলারদের বাউন্ডারি হজম করা নিতে পারে না। সবসময়েই চায় বোলাররা যাতে রান না বিলিয়ে দেয়।" এমনটাই জানালেন ভরত অরুণ।
আরো পড়ুন: ধোনির ‘সতীর্থ’ বঙ্গ পেসারে নজর কেকেআরের! নিলামের লড়াইয়ে আরসিবি, কিংসরাও
২০১৪ সাল থেকে জাতীয় দলের সঙ্গে জড়িত অরুণ। অস্ট্রেলীয় সফরের আগেও নতুনভাবে দলের পরিকল্পনা সাজিয়েছেন নতুনদের নিয়ে। সেই অরুণ বলেছেন, "রবি চায় আমাদের বোলাররা যখন বল করবে, তখন যেন প্রতিপক্ষের উইকেট পরপর পড়তে থাকে। আর আমরা ব্যাট করার সময় রান যেন ওঠে দ্রুত। কোনো বোলার যদি দুটো বাউন্ডারিও হজম করে, শাস্ত্রী ড্রেসিংরুম থেকেই চিৎকার করতে থাকে। আর বোলার বাউন্ডারি খেলেই আমি জানি শাস্ত্রী আমার উপর চিৎকার করতে চলেছেন।"
২০১৯ সালে ব্যর্থ বিশ্বকাপ অভিযানের পরে শাস্ত্রী হঠাও দাবি উঠেছিল। তবে শেষপর্যন্ত চাকরি বহাল থাকে তাঁর। বিশ্বকাপে ব্যর্থ হলেও প্রথম এশীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটো সিরিজ জেতার বিরল নজির স্থাপন করেছে। শেষবার যখন ভারত ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজ জিতেছিল সেইসময়ও হেড কোচ ছিলেন রবি শাস্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন