পন্থের নতুন নাম ‘প্যান্টি’! অদ্ভুত নামকরণের পরেই শাস্ত্রীর ওপর ক্ষেপে গেল ক্রিকেট জনতা

পন্থকে একী নামে ডাকলেন শাস্ত্রী

পন্থের নতুন নাম ‘প্যান্টি’! অদ্ভুত নামকরণের পরেই শাস্ত্রীর ওপর ক্ষেপে গেল ক্রিকেট জনতা

ভয়াবহ সেই গাড়ি দুর্ঘটনা। তারপরে কেটে গিয়েছে বেশ কয়েকসপ্তাহ। প্রাণঘাতী সেই দুর্ঘটনার পর ক্রিকেট থেকে আপাতত বাইরে ঋষভ পন্থ। দেরদুন থেকে দ্রুত এয়ারলিফট করে মুম্বইকে নিয়ে এসে চিকিৎসা শুরু করে দেওয়া হয়েছিল তারকা ক্রিকেটারের।

আপাতত বিপন্মুক্ত তিনি। তবে মাঠে ফিরতে এখনও বেশ কয়েকমাস। রিহ্যাব সারছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তারকা। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিচ্ছেন রিকভারির।

সম্প্রতি পন্থ নিজের রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসাবে এক সুইমিং পুলে হেঁটে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে সুপারস্টার লিখেছেন, “ছোট, বড় এবং মধ্যবর্তী সমস্ত বিষয়ের জন্য কৃতজ্ঞ।” অন্য এক স্টোরিতে পন্থ ক্যাপশনে লেখেন, “একটি সময়ে একটিই পদক্ষেপ নিচ্ছি।”

পন্থের এমন মন ভালো করে দেওয়া পোস্টে কমেন্ট করা হয়েছে সূর্যকুমার যাদব, রবি শাস্ত্রী এমনকি দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেও। তবে বিতর্ক দানা বেঁধেছে শাস্ত্রীর কমেন্ট ঘিরে। পন্থকে ‘প্যান্টি’ নাম দিয়ে দিয়েছেন তিনি। কমেন্টে লিখেছেন, “এভাবেই এগিয়ে যাও প্যান্টি।”

এমন মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হয়েছেন শাস্ত্রী। নেটিজেনরা এমন ভয়ানক নামকরণের জন্য তুলোধোনা করেছেন জাতীয় দলের প্রাক্তন কোচকে।

যাইহোক, পন্থ আপাতত চলতি ক্রিকেট সিজনের পুরোটাই মিস করতে চলেছেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত কঠিন পিচে তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে ভালোই মিস করেছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালস পন্থের পরিবর্তে নেতা ঘোষণা করেছে ডেভিড ওয়ার্নারকে। পন্থ যদিও কিছুদিন আগে নিজের প্রত্যাবর্তনের বিষয়ে জানিয়েছেন, “এখন ভালো আছি। সুস্থ হওয়ার পথে দ্রুত এগোচ্ছি। আশা করি ঈশ্বরের কৃপা এবং মেডিক্যাল টিমের সাহায্যে দ্রুত ফিট হয়ে উঠতে পারব।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ravi shastri trolled after naming rishabh pant panty on his recovery pic

Next Story
কাঁড়ি কাঁড়ি টাকা নিয়েও পারফরম্যান্স ০! PSG-র হয়ে মাঠে নামলেই এবার মেসিকে অপমান করার প্ল্যানিং
Exit mobile version