/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/gambhir-shastri.jpg)
Ravi Shastri on Gambhir: গম্ভীরের নিয়োগকে স্বাগত জানালেন রবি শাস্ত্রী (টুইটার)
Ravi Shastri on Gautam Gambhir appointment: টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নিয়োগকে স্বাগত জানালেন রবি শাস্ত্রী। বলে দিলেন, গম্ভীরের নিয়োগ সতেজতার বার্তা বয়ে আনবে।
আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক রিভিউয়ে তিনি বলেছেন, "গম্ভীর সমসাময়িক সময়ের। আইপিএলে দারুণ একটা সিজন কাটিয়েছে। তরুণ প্রজন্মের অংশ হিসাবে দলে নতুন চিন্তাভাবনার আমদানি করার জন্য ওঁর বয়স একদম যথার্থ। আইপিএলের অংশ হওয়ার সুবাদে দলের অধিকাংশ ক্রিকেটারদের ও চেনে। বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে যাঁরা খেলে। এটা একটা তরতাজা বিষয়।"
"আমরা সকলেই জানি ও একজন স্পষ্ট বক্তা। দলের পরিচালনার জন্য ওঁর নিজস্ব মতামত থাকবে। সবথেকে ভালো বিষয় হল ওঁর হাতে একটা পরিণত দল থাকছে। ওঁর চিন্তাধারার নতুনত্বে দল উপকৃত হবে। বেশ একটা দারুণ সময় আসতে চলেছে।"
"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ie-Rohit-Sharma-Virat-Kohli-Ravindra-Jadeja-Jasprit-Bumrah-Hardik-Pandya-Suryakumar-Yadav-india-vs-pakistan-india-vs-pakistan-weather-foreacst.jpg)
শাস্ত্রী বলেছেন দলের তারকা ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গম্ভীরের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জের হতে চলেছে। "কোচ হিসেবে দল সামলানোর আসল বিষয় হতে চলেছে প্লেয়ার ম্যানেজমেন্ট। ও কেমনভাবে দল পরিচালনা করে, সেটা দেখার হতে চলেছে। ওঁর হাতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র রয়েছে। অভিজ্ঞতাও রয়েছে ওঁর।"
শনিবার থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সিরিজ কোচ-গম্ভীরের প্রথম এসাইনমেন্ট। শাস্ত্রী বলছেন, "কত ভালো ভালো ক্রিকেটার রয়েছে দলে। স্রেফ ঠিকঠাক কম্বিনেশন বাছাই করতে হবে। যে ক্রিকেটাররা বিশ্বকাপ জিতল তাঁদের অনেকেই পরের টি২০ বিশ্বকাপেও থাকবে।"