রবি শাস্ত্রী-র সঙ্গে ভারতের কোচ হওয়ার দৌড়ে যিনি ছিলেন সেই মাইক হেসন সর্বপ্রথম টুইট করে শাস্ত্রীকে শুভেচ্ছা জানান। ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও রবি শাস্ত্রীর অ্যাপয়েন্টমেন্টে পজিটিভ বিষয় দেখছেন।
রবি শাস্ত্রী-র সঙ্গে ভারতের কোচ হওয়ার দৌড়ে যিনি ছিলেন সেই মাইক হেসন সর্বপ্রথম টুইট করে শাস্ত্রীকে শুভেচ্ছা জানান। ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও রবি শাস্ত্রীর অ্যাপয়েন্টমেন্টে পজিটিভ বিষয় দেখছেন।
ক্রিকেট বিশ্বে শাস্ত্রীর নিয়োগে প্রতিক্রিয়া বেশ চড়া (টুইটার)
জাতীয় দলের কোচের পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গনাথনের ক্রিকেট উপদেষ্টা কমিটি দু-হাজারেরও বেশি আবেদনকরারীর মধ্য থেকে বেছে নিয়েছেন রবি শাস্ত্রীকে। আপাতত সাপোর্ট স্টাফ নির্বাচনের দায়িত্ব এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। যদিও কপিল দেবরাও সেই নির্বাচনে সামিল থাকতে চাইছেন। এমন অবস্থায় রবি শাস্ত্রী-র পুনরায় নিয়োগ বিশ্বক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে। কেউ শাস্ত্রী-র পুনর্নিয়োগে সদ্ব্যর্থক ব্যাপার খুঁজে পেয়েছেন। কেউ আবার নেতিবাচক টুইট করেছেন।
Advertisment
শুক্রবারেই কপিল দেব সহ কমিটির বাকি দুই সদস্য মুম্বইয়ে বোর্ডের হেডকোয়ার্টাসে এসে গিয়েছিলেন। দুপুরেই শুরু হয় শর্ট লিস্টেড ছয় কোচের ইন্টারভিউ। চলতি সপ্তাহেই বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছিল, দু-হাজার আবেদনকারীর মধ্যে ছয়জনকে বেছে নেওয়া হয়েছে চূড়ান্ত নির্বাচনের জন্য। রবি শাস্ত্রী ছাড়াও সেই তালিকায় ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান এবং শ্রীলঙ্কান হেড কোচ টম মুডি, নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ ও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ মাইক হেসন, ২০০৭ সালে টি টোয়েন্টিতে ভারতের বিশ্বকাপজয়ী কোচ লালচাঁদ রাজপুত, ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্কোয়াডে থাকা রবিন সিং।
শাস্ত্রী নিজে স্কাইপে ওয়েস্ট ইন্ডিজ থেকে ইন্টারভিউ দেন। অন্যদিকে, মাইক হেসন, টম মুডিরাও স্কাইপের মাধ্যমে কপিলদের সামনে বসেন। লালচাঁদ রাজপুত এবং রবিন সিং সশরীরে মুম্বইয়ের পাঁচতারা হোটেলে ইন্টারভিউয়ের জন্য হাজিরা দেন।
Advertisment
যাইহোক, রবি শাস্ত্রী-র সঙ্গে ভারতের কোচ হওয়ার দৌড়ে যিনি ছিলেন সেই মাইক হেসন সর্বপ্রথম টুইট করে শাস্ত্রীকে শুভেচ্ছা জানান। পালটা রবি শাস্ত্রী হেসনকে ধন্যবাদ জানান। হর্ষ ভোগলে যেমন রবি শাস্ত্রীর অ্যাপয়েন্টমেন্টে পজিটিভ বিষয় দেখছেন, তেমন আবার ইংল্যান্ডের জাতীয় দলের পেসার জোফ্রা আর্চার আবার সরাসরি এই নির্বাচনে প্রশ্ন তুলে দিয়েছেন।
Congratulations @RaviShastriOfc on your reappointed as @BCCI Head Coach. Wish you and the team the best for the coming seasons......????
After all...Anshuman Gaekwad was right. Ravi Shastri to continue as India’s Head Coach. And it’s a two year extension. Till the end of World T20 in 2021.