Ravichandran Ashwin on Varun Chakravarthy: ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বড়সড় বিবৃতিতে বর্তমানে জীবনের সেরা ফর্মে থাকা বরুণ চক্রবর্তীকে দুবাইতে শুরু হতে চলা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ওডিআই দলে অন্তর্ভুক্ত করার জন্য আওয়াজ তুললেন। বরুণ চক্রবর্তী সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি২০আই সিরিজে জীবনের সেরা ফর্মে ছিলেন।
তিনি ১৪টি উইকেট নিয়ে ইংল্যান্ডের সামনে ধাঁধা তৈরি করেছিলেন। পুনেতে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি। ৩৩ বছর বয়সী তারকা দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন। ভারত বরুণের ঘূর্ণির সৌজনেই পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছে।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহি-তে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে জাতীয় দলের স্কোয়াডে নেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে। তবে অভিষেকে ছাপ ফেলতে পারেননি তামিলনাড়ুর এই স্পিনার। তারপরেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এখন আবার ফিরেছেন স্বমহিমায়।
তবে এখনও ওডিআই অভিষেক হয়নি কেকেআরে খেলা স্পিনারের। তবে ঘরোয়া ক্রিকেটে ২৩টি লিস্ট এ ম্যাচে ৫৯টি উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। অশ্বিন মনে করছেন, ভারত ১২ ফেব্রুয়ারির ডেডলাইনের আগে তাদের প্রাথমিকভাবে ঘোষিত ১৫ সদস্যের দলে পরিবর্তন এনে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারে।
ভারত প্রাথমিকভাবে দলে চারজন স্পিনার নিয়েছে- রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। "আমরা সবাই বলাবলি করছি যে ওঁকে (চ্যাম্পিয়ন্স ট্রফি দলে) স্কোয়াডে রাখা উচিত কিনা তাই নিয়ে। আমি মনে হয় ওঁর থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। আমার মনে হচ্ছে ও থাকতেও পারে। সমস্ত দলই শুধুমাত্র প্রাথমিক দল ঘোষণা করেছে। তাই চূড়ান্ত স্কোয়াডে ও নির্বাচিত হতেই পারে," রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন।
"কিন্তু বর্তমান দল যদি দেখা যায়, একজন সিমারকে বাদ দিয়ে বরুণকে নেওয়া হলে স্কোয়াডে একজন স্পিনার (পাঁচ) অতিরিক্ত হবে। আমি জানি না টিম ম্যানেজমেন্ট কাকে বাদ দিতে চাইবে (যদি তারা বরুণকে নেওয়ার কথা ভাবে)। আমরা দেখার অপেক্ষায় থাকব," তিনি যোগ করেছেন।
অশ্বিন বলেছেন যে বরুণ চক্রবর্তীকে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজেও দেখা যেতে পারে। যে মূলত ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফি দলের মতোই। "আমার মনে হচ্ছে যে বরুণকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজে খেলার সুযোগ দেওয়া হতে পারে। মনে হয় না যে ওঁকে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়ার সিদ্ধান্ত খুব সহজ হবে। তিনি ওডিআই খেলেননি। আমার মনে হচ্ছে ওঁরা ওঁকে ওডিআই সিরিজে সুযোগ দেবে। যদি টিম ম্যানেজমেন্ট ওঁকে এখানে সুযোগ না দেয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পাওয়া মুশকিল।" অশ্বিন বলেছেন।
জসপ্রীত বুমরাহের চোটের কারণে অনিশ্চিত। এমন অবস্থায় নাগপুর, কটক এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য বরুণ চক্রবর্তীকে বুমরার জায়গায় ওডিআই দলে নেওয়া হতে পারে।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওডিআই দল: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।