Advertisment

পার্থে নামার আগেই বড় ধাক্কা, ছিটকে গেলেন রোহিত-অশ্বিন

আগামিকাল থেকে পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য ছিটকে গেলেন দলের দুই স্টার ক্রিকেটার-রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit-Sharma-and-R-ashwin

পার্থে নামার আগেই বড় ধাক্কা, ছিটকে গেলেন রোহিত-অশ্বিন (ছবি-টুইটার)

আগামিকাল থেকে পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য ছিটকে গেলেন দলের দুই স্টার ক্রিকেটার-রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।

Advertisment

বিসিসিআই জানিয়েছে, অশ্বিনের পেটে টান ধরেছে। ফলে খেলতে পারছেন না তিনি। অন্যদিকে রোহিত অ্যাডিলেডে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় পিঠে চোট পান। অশ্বিন-রোহিতের পাশাপাশি পৃথ্বী শ'ও চোটে কাবু। প্রস্ততি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তাঁর গোড়ালি ঘুরে গিয়েছিল। এখনও রিহ্যাবে তিনি। সুস্থ হয়ে উঠতে পারেননি। পার্থের আগে এই ত্রয়ীর চোট রীতিমতে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বৃহস্পতিবার সকালেই পার্থের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। অশ্বিন-রোহিত-পৃথ্বীর পরিবর্তে দলে এসেছেন হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার।

আরও পড়ুন: কোহলিদের দেখে স্মৃতিমেদুর শচীন, ভারতের প্রশংসায় কিংবদন্তিরা

অশ্বিনকে না-পাওয়াটা দলের কাছে বড় ধাক্কা। অ্যাডিলেডে টেস্ট জয়ের অন্যতম কারিগর ছিলেন অশ্বিন। ডজন উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে রোহিতের এই সিরিজে টেস্ট প্রত্যাবর্তন হয়েছে। যদিও সেরকম ছাপ রাখতে পারেননি দলের হিটম্যান। দুই ইনিংস মিলিয়ে ৩৮ রান করেন তিনি। বিশ্বের অন্যতম ফাস্ট পিচ পার্থ। পেসারদের স্বর্গরাজ্য এটা। শাস্ত্রী চাইবেন দলে পেসারের সংখ্যা বাড়াতে।

১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত। গত সোমবার অ্যাডিলেডে অজিদের ৩১ রানে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন বিরাটরা। ২০০৩ সালের পর অ্যাডিলেডে ফের জয় পেয়েছিল ভারত। অন্যদিকে পার্থে ২০০৮ সালে ভারত টেস্ট জিতেছিল। সেই পার্থেই নামছে ভারত।

পার্থ টেস্টে ভারতীয় দল:

বিরাট কোহলি (ক্যাপ্টেন), মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, যসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।

cricket BCCI India Rohit Sharma Australia
Advertisment