/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Ravichandran-Ashwin.jpg)
জয়সূর্যের বোলিং নকল করছেন অশ্বিন (টুইটার)
বল হাতে ভেরিয়েশন দেখান বাইশ গজে। যাতে নাস্তানাবুদ হয় প্রতিপক্ষ। অশ্বিনের ঘূর্ণিতে নাকাল হয়নি এমন কম প্রতিপক্ষই রয়েছে। সেই অশ্বিনকেই এবার দেখা গেল অন্য বোলারের অ্যাকশন নকল করতে। ম্যাচে নয়। অনুশীলনেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। ইডেনে গোলাপি বলে টেস্টে খেলতে নামার আগে অশ্বিনের এই ডেলিভারি শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এখনও শহরে পা রাখেননি তারকা অফস্পিনার। কলকাতায় রওনা হওয়ার আগে ইন্দোরেই অনুশীলন সারছিলেন তিনি। সেখানেই অশ্বিনকে দেখা গেল অবিকল সনৎ জয়সূর্যের অ্যাকশনে বোলিং করতে। তা-ও আবার বাঁ হাতে।
আরও পড়ুন ভিডিও: শ্রীলঙ্কান স্পিনারের অদ্ভূত বোলিং অ্যাকশন
ইডেন টেস্টে কোহলির বোলিং বিভাগে অন্যচতম তুরুপের তাস অশ্বিন। ইন্দোর টেস্টেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। ইডেন টেস্টেও তাঁর ভেলকি দেখা যাবে, এমন আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। তার আগেই অদ্ভূত কাণ্ড ঘটালেন স্পিনার। ইন্দোরে অবশ্য শুধু অশ্বিনই নন। মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলিদেরও অনুশীলন সারতে দেখা গেল। বিসিসিআইয়ের পোস্ট করা টুইটারে দেখা গিয়েছে কোহলিদের অনুশীলন সারতে।
No one: We are running out of variations
Ashwin Anna: Hold my beerpic.twitter.com/HCuLxdquqy
— Ravi Maestri (@ravimaestri) November 18, 2019
পেস বোলিং ডিপার্টমেন্টে শামি-উমেশ-ইশান্তরা যেমন আগুন ছোটাচ্ছেন, তেমনই জাদেজার সঙ্গে অশ্বিনের স্পিন জুটি প্রতিপক্ষের ঘুম উঠিয়ে দিচ্ছে। ভারতীয় দলের জার্সিতে তিন ফর্ম্যাটেই একসময় দাপিয়ে খেলতেন তিনি। তবে কুলদীপ-চাহালের উত্থানে এখন কেবলমাত্র টেস্টেই খেলেন তিনি।
Getting ready for the Pink ball Test be like ???????? #TeamIndia#INDvBANpic.twitter.com/BtwfEwFKwN
— BCCI (@BCCI) November 17, 2019
আরও পড়ুন ভিডিও: দু-হাতেই উইকেট নিচ্ছেন বোলার
টেস্টে ৩৬২টি উইকেটের মালিক অশ্বিন। একদিনের ও টি২০ ক্রিকেটে অশ্বিনের পকেটে যথাক্রমে ১৫০ ও ৫০টি উইকেটও রয়েছে। ভারতীয় কন্ডিশনে অশ্বিনের মতো ঘাতক স্পিনার বিশ্বে বিরল।
প্রসঙ্গত, ররিবারেই বিশ্ব ক্রিকেটের শিরোনামে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান সুপার লিগে বোলিং করা গ্রেগরি মাহলোকওয়ানা এবং টি১০ ক্রিকেট লিগে কেভিন কোথিগোদা। একজন দু-হাতে বোলিং করে এবং অন্যজন অদ্ভূত বোলিং অ্যাকশনের কারণে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। এর সঙ্গে অশ্বিনও নজর কাড়লেন আলাদা করে।