Advertisment

India vs Bangladesh: এক উইকেটে কুম্বলে-হরভজনের এলিট ক্লাবে আসবেন অশ্বিন

এই মুহূর্তে ঘরের মাটিতে অশ্বিনের ঝুলিতে রয়েছে ২৪৯টি টেস্ট উইকেট। আর একটি উইকেট নিলেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে ২৫০টি উইকেট চলে আসবে তাঁর ঝুলিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravichandran Ashwin set to join Harbhajan Singh, Anil Kuble in Elite club

এক উইকেটে কুম্বলে-হরভজনের এলিট ক্লাবে আসবেন অশ্বিন

ইন্দোরেই ইতিহাস লিখতে পারেন ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্র অশ্বিন। বৃহস্পতিবার হোলকার স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ। ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Advertisment

এই মুহূর্তে ঘরের মাটিতে অশ্বিনের ঝুলিতে রয়েছে ২৪৯টি টেস্ট উইকেট। আর একটি উইকেট নিলেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে ২৫০টি উইকেট চলে আসবে তাঁর ঝুলিতে। দেশের দুই কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ও হরভজনের পর তৃতীয় স্পিনার হিসেবে টেস্টে ঘরের মাঠে ২৫০+ উইকেট ক্লাবে চলে আসবে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন-India vs Bangladesh: যে পরিসংখ্য়ান আপনার জানা প্রয়োজন

২০১১ সালে টেস্ট অভিষেক করেন অশ্বিন। দেখতে দেখতে তিনি দেশের সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। ঘরের মাঠে কুম্বলের ৩৫০টি ও ভাজ্জির ২৬৫টি উইকেট রয়েছে।

হোম ও অ্যাওয়ে মিলিয়ে মুথাইয়া মুরলীথরনের সঙ্গে দ্রুততম হিসাবে টেস্টে (৬৬টি টেস্ট) ৩৫০ উইকেট নেওয়ার নজির রয়েছে অশ্বিনের। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে এই রেকর্ড করেছেন অশ্বিন।

আরও পড়ুন-India Vs Bangladesh: সৌরভ এবং চ্য়াপেলের রেকর্ড ভাঙতে পারেন কোহলি

দেখে নেওয়া যাক দেশের হয়ে টেস্টে প্রথম ১০ উইকেট শিকারিদের তালিকা:

অনিল কুম্বলে: ৬১৯ উইকেট ১৩২ ম্য়াচে

কপিল দেব: ৪৩৪ উইকেট ১৩১ ম্য়াচে

হরভজন সিং: ৪১৭ উইকেট ১০৩ ম্য়াচে

আর অশ্বিন: ৩৫৭ উইকেট ৬৮ ম্য়াচে

জাহির খান: ৩১১ উইকেট ৯২ ম্য়াচে

ইশান্ত শর্মা: ২৮০ উইকেট ৯৪ ম্য়াচে

বিষেণ সিং বেদী: ২৬৬ উইকেট ৬৭ ম্য়াচে

বিএস চন্দ্রশেখর: ২৪২ উইকেট ৫৮ ম্য়াচে

জাভাগল শ্রীনাথ: ২৩৬ উইকেট ৬৭ ম্য়াচে

আর জাদেজা: ২১১ উইকেট ৪৬ ম্য়াচে

Harbhajan Singh Anil Kumble
Advertisment