Ravichandran Ashwin criticizes Team India: জয়সওয়ালকে কেন বাদ দেওয়া হল! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নির্বাচনের সমালোচনা অশ্বিনের

Ravichandran Ashwin criticizes Team India: রবিচন্দ্রন অশ্বিন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল গঠন নিয়ে মুখ খুললেন। সরাসরি জানালেন যশস্বীকে বাদ দিয়ে ভুল করল ভারত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ashwin, India, অশ্বিন, ইন্ডিয়া

Ashwin-India: রবিচন্দ্রন অশ্বিন। Photograph: ((ছবি- বিসিসিআই))

Ravichandran Ashwin on Team India's selection: টিম ইন্ডিয়ার নির্বাচনী নীতিতে বিতর্কের নতুন অধ্যায়। প্রাক্তন ক্রিকেটার ও স্ট্র্যাটেজিস্ট রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ স্কোয়াড থেকে ২৩-বছরের উদীয়মান ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

Advertisment

অশ্বিনের মতে, যশস্বী ক্রিকেটের ভবিষ্যত তারকা। এই প্রতিভাবান খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দিয়ে, আখেরে দলের ক্ষতিই করলেন। তাঁর মতে, যশস্বীকে শুধুমাত্র কিছু সাম্প্রতিক পারফরম্যান্সে বিচার করলে ঠিক হবে না। বরং সামগ্রিক ফর্ম এবং দলের প্রয়োজনের দিক থেকে তিনি একজন গুরুত্বপূর্ণ তারকা।

অশ্বিন প্রশ্ন তুলেছেন, “যদি আমরা আগামী দিনের ক্রিকেটের ভিত্তি গড়তে চাই, তবে এমন উজ্জ্বল প্রতিভাকে আমাদের নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিতে পারি না।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, বর্তমান নির্বাচন প্রক্রিয়া ভবিষ্যৎ পরিকল্পনার মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, যশস্বীর মত তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগের প্রয়োজন ছিল।

এই বিতর্কের ফলে ক্রিকেট প্রেমীদের মধ্যে যে প্রশ্ন উদ্ভব হয়েছিল, সেটাই কার্যত উস্কে দিলেন তারকা স্পিনার। সামাজিক মাধ্যমে অশ্বিনের এই তীক্ষ্ণ মন্তব্য বিভিন্ন প্রতিক্রিয়া ও আলোচনার জন্ম দিয়ে গেল। অনেক প্রতিভাবান ক্রিকেটার, কোচ ও প্রাক্তন খেলোয়াড়রা এই বিষয়ে নিজস্ব মতামত জানিয়েছেন। অনেকেই অশ্বিনের বক্তব্যের সঙ্গে একমত। অনেকেই আবার বলেছেন, যশস্বী আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজের প্রতিভার সুবিচার করতে পারেননি।

Advertisment

এমনিতেই পাঁচ স্পিনার স্কোয়াডে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছে ভারত। শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্তির জন্য বাদ দেওয়া হয়েছে যশস্বীকে। যিনি গত কয়েক বছর ধরেই ভারতের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন।

২১ তারিখে দুবাইয়ে প্ৰথম ম্যাচেই ভারত মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে। তারপর ২৩ তারিখ ভারত খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ভারতের নির্বাচনী সিদ্ধান্ত ঠিক কিনা, তা প্রমাণ হয়ে যাবে প্ৰথম দুই ম্যাচেই।

Champions Trophy Ravichandran Ashwin Indian Cricket Team Yashasvi Jaiswal Team-India Team India