Advertisment

জাদেজা-স্বপ্নার অর্জুনের মনোনয়ন, খেলরত্নে নাম দীপা মালিক-বজরং পুনিয়ার

শনিবার অর্জুন পুরস্কারের জন্য় মনোনীত হলেন রবীন্দ্র জাদেজা। এবছর যে ১৯ জন অর্জুনের মনোনয়ন পেয়েছেন তাঁদের মধ্য়েই রয়েছেন টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravindra Jadeja among 19 sportspersons nominated for Arjuna Award

শনিবার অর্জুন পুরস্কারের জন্য় মনোনীত হলেন রবীন্দ্র জাদেজা। এবছর যে ১৯ জন অর্জুনের মনোনয়ন পেয়েছেন তাঁদের মধ্য়েই রয়েছেন টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার। বাইচুং ভুটিয়া ও এমসি মেরি কম নিয়ে গঠিত ১২ সদস্য়ের প্য়ানেল দু'দিনের বৈঠকের পর জাদেজার নাম বেছে নিয়েছেন।

Advertisment

 সদ্য়সমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে ১৮ রানে হেরেই ভারতকে ক্রিকেটের শো-পিস ইভেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু জাদেজার ৫৯ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। দেশের হয়ে ৪১টি টেস্ট খেলেছেন জাদেজা। ১৫৬টি ওয়ানডে ও ৪২টি টি-২০ ম্য়াচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিরাট কোহলির দলের অন্য়তম সেরা যোদ্ধা।

আরও পড়ুন: খেলরত্ন ও অর্জুনের মনোনয়ন বাতিল হয়ে গেল ভাজ্জি-দ্য়ুতির

জাদেজা ছাড়াও অর্জুনের মনোনয়ন পেয়েছেন আরও ১৮ জন ক্রীড়াব্য়ক্তিত্ব। এরমধ্য়ে রয়েছেন ট্র্য়াক অ্যান্ড ফিল্ডের তারকা তেজিন্দর পাল সিং তুর, মহম্মদ অ্যানাস, স্বপ্না বর্মণ, ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু ও হকি খেলোয়াড় চিংলেনসানা সিং কাঙ্গুজাম ও শুটার অঞ্জুম মৌদগিল। গতবছর জলপাইগুড়ির মেয়ে স্বপ্না ইতিহাস লিখেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জেতেন বছর বাইশের মেয়ে।

আরও জানা যাচ্ছে প্য়ারালিম্পিকসে রুপো জয়ী দীপা মালিক রাজীব গান্ধী খেল রত্নের জন্য় মনোনীত হয়েছে। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া। ভাইচুং-মেরির কমিটি দ্রোণাচার্য পুরস্কারের জন্য় প্রাক্তন ব্য়াডমিন্টন খেলোয়াড় বিমল কুমারের নাম রেখেছেন।

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী অর্জুন ও রাজীব গান্ধী খেল রত্ন প্রাপককে শেষ চার বছর আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করলেই হবে না, যে বছর তিনি মনোনয়ন পাচ্ছেন সেবছর ও ছাপ রাখতে হবে তাঁকে। এর পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, স্পোর্টসম্য়ানশিপ ও শৃঙ্খলাপরায়ণতাও দেখা হয় তাঁদের মধ্য়ে।

Advertisment