প্রথম টি২০ জিতেও বড়সড় ধাক্কা ভারতের। চোট পেয়ে বাকি টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর পরিবর্তে দলে নেওয়া হলে শার্দুল ঠাকুরকে।
ক্যানবেরায় প্রথম টি২০তে শেষ ওভারে মিচেল স্টার্কের বলে মাথার বাঁ দিকে আঘাত পান জাদেজা। তার পরে কনকাশন সাব হিসাবে জাদেজার পরিবর্তে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল।
আরো পড়ুন: ওয়ার্নারের কুঁচকির চোটে দায়ী ম্যারাথন সঙ্গম! লজ্জার মাথা খেয়ে ফাঁস স্ত্রী ক্যান্ডিসের
বোর্ডের প্রেস বিবৃতিতে পরে জানানো হয়, পর্যবেক্ষণে রাখা হবে জাদেজাকে। প্রয়োজন হলে আরো স্ক্যান করা হবে। প্রেস বিবৃতিতে বলা হয়, "ইনিংস ব্রেকের সময় বোর্ডের মেডিক্যাল টিম পুরো বিষয় খতিয়ে দেখে এমন সিদ্ধান্ত নিয়েছে। শনিবার প্রয়োজন অনুযায়ী আরো স্ক্যান করা হবে। টি২০ সিরিজে আপাতত জাদেজা আর অংশ নেবেন না।"
তৃতীয় ওডিআই ম্যাচের মত প্রথম টি২০-তেও ব্যাট হাতে ছন্দে ছিলেন জাদেজা। শেষদিকে তাঁর ৪৪ রানে ভর করেই ভারত স্কোরবোর্ডে ১৬১ রান খাড়া করে। এরপর জাদেজার পরিবর্ত হিসাবে নামা চাহাল ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফারাক গড়ে দেন। অভিষেককারী টি নটরাজনও ৩ উইকেট শিকার করেন। আপাতত শেষ দুটি টি২০ খেলতে দুই দল সিডনিতে রওনা হচ্ছে শনিবার।
ভারতের টি২০ স্কোয়াড:
বিরাট কোহলি, কেএল রাহুল, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার, টি নটরাজন, শার্দুল ঠাকুর
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন