সঞ্জয় মঞ্জরেকরকে ধুয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে তাঁর যোগ্য়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন টিম ইন্ডিয়ার 'স্য়ার'। জাদেজাকে “ছোটখাটো” মাপের প্লেয়ার হিসেবেই ব্য়াখ্য়া দিয়েছিলেন মঞ্জরেকর। যা শুনে নিজের মাথা ঠিক রাখতে পারলেআান না টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার। টুইটারেই মঞ্জরেকরকে উড়িয়ে দিলেন তিনি।
ইংল্য়ান্ডের কাছে হারের পরেই ভারতীয় দলের ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গার ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে হয়তো জাদেজাকে প্রথম একাদশে দেখা যেতে পারে। আর এই মন্তব্য় শুনে মঞ্জরেকর বলেছিলেন,“আমি ছোটখাটো প্লেয়ারদের বড় একটা ফ্য়ান নই। আমার কাছে জাদেজা এই মুহূর্তে এরকমই একজন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ও এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ও একজন নিখাদ টেস্ট বোলার। কিন্তু পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আমি একজন ব্য়াটসম্য়ান এবং স্পিনারকেই চাইব।”
আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ মিলল না, অভিমানে অবসরই নিয়ে ফেললেন রায়াডু
এই মন্তব্য় শুনে জাদেজা টুইটারেই ক্ষোভ উগড়ে দেন মঞ্জরেকরের ওপর। জাদেজা লেখেন, “অনেক কথা শুনেছি আপনার। এবার মুখটা বন্ধ রাখুন। আপনার চেয়ে দ্বিগুণ বেশি ম্য়াচ আমি খেলেছি, আর এখনও খেলছি। মানুষকে তাঁর কৃতিত্বের মর্যাদা দিতে শিখুন।” ঘটনাচক্রে মঞ্জরেকর দেশের জার্সিতে ৭৪টি ম্য়াচ খেলে ১৯৯৪ রান করেছেন। অন্য়দিকে জাদেজা দেশের হয়ে ১৫১টি ওয়ান-ডে ম্য়াচ খেলে ২০৩৫ রান করে ১৭৪টি উইকেট নিয়েছেন।
চলতি বিশ্বকাপে মঞ্জরেকর ফ্য়ানেদের রোষের মুখে বহুবার পড়েছেন। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ম্য়াচের পরেও তিনি ধোনির ফর্ম নিয়ে কাঁটাছেড়া করেছেন। পাশাপাশি এও জানান যে, লোকেশ রাহুল এখনও ওপনার হিসেবে প্রমাণিত নন। মঞ্জরেকর আরও বলেন যে. ডেথওভারে মহম্মদ শামির বোলিং নিয়েও ভারতকে ভাবতে হবে। তাঁর মতে এই কয়েকটা বিষয় ভারতকে চিন্তায় রাখবে সেমিফাইনালে।