/indian-express-bangla/media/media_files/2025/06/04/DqJjnZaTgVSwDQW9fSJC.jpg)
বাতিল হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভিকট্রি প্যারেড
IPL 2025: ২০২৫ আইপিএল খেতাব জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ঠিক ছিল, বুধবার অর্থাৎ ৪ জুন বেঙ্গালুরুতে ভিকট্রি প্যারেড করবে গোটা আরসিবি (RCB) ব্রিগেড। কিন্তু, শেষমুহূর্তে এই ভিকট্রি প্যারেডের অনুমতি পাওয়া গেল না। অর্থাৎ, হুড খোলা বাসে চেপে আর জয় উদযাপন করতে পারবেন না বিরাট কোহলি, রজত পতিদাররা। বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে RCB দলকে এই ভিকট্রি প্যারেডের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের যুক্তি, এই ভিকট্রি প্যারেডের কারণে বেঙ্গালুরু শহরের যানবাহন চলাচল একেবারে অচল হয়ে যাবে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৩ জুন অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্দান্ত পারফরম্য়ান্স করে। শেষপর্যন্ত তারা পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে দেয়। ১৮ বছর পর এই প্রথমবার RCB আইপিএল খেতাব জয় করেছে। সেকারণে তাদের কাছে এই সাফল্যের গুরুত্ব অপরিসীম। ইতিমধ্যে বিরাট কোহলিরা তিনবার ফাইনালে উঠেছিল। কিন্তু, একবারও তারা ট্রফি জিততে পারেনি।
Virat Kohli RCB: ১৮ বছর পর এসেছে সাফল্য, আইপিএল জিতেই অবসর নিচ্ছেন বিরাট কোহলি?
চিন্নস্বামীতে সম্মান জানানো হবে ক্রিকেটারদের
খেতাব জয়ের পর বুধবার অর্থাৎ ৪ জুন RCB বেলা ১টা নাগাদ বেঙ্গালুরু শহরে পা রাখে। এরপর বিকেল পাঁচটা নাগাদ শুরু হবে সম্মান সমারোহ। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠান মাঠে বসে দেখার জন্য তাঁরাই একমাত্র অনুমতি পাবেন, যাঁদের কাছে টিকিট কিংবা Pass রয়েছে। বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে চিন্নস্বামী স্টেডিয়ামের আশপাশে গাড়ি পার্কিংয়ের জায়গা যথেষ্ট কম রয়েছে। সেকারণে প্রত্যেকে যেন জন-যানবাহনই ব্যবহার করেন।
Bengaluru traffic police: RCB felicitation at Chinnaswamy Stadium from 5–6pm
— ChristinMathewPhilip (@ChristinMP_) June 4, 2025
Entry only for ticket/pass holders.
No victory parade.
Limited parking—use Metro/public transport.
Avoid CBD area between 3–8pm@blrcitytrafficpic.twitter.com/cUviH10Rfz
এক নজরে ফাইনাল ম্য়াচের ফ্ল্যাশব্যাক
এবার ফাইনাল ম্য়াচ নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান করে। জবাবে পঞ্জাব ৭ উইকেটে করেছে ১৮৪ রান। পঞ্জাব কিংসের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই করলেন শশাঙ্ক সিং। তিনি ৩০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে ৬ ছক্কা এবং ৩ চার দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু, এমন দুর্ধর্ষ ব্যাটিংয়ের পরও তিনি পঞ্জাবকে জেতাতে পারলেন না। কারণ ততক্ষণে আর কোনও বল বাকি ছিল না। অন্যদিকে, বেঙ্গালুরু জিততে না জিততেই বিরাট কোহলির চোখে আনন্দের জল দেখতে পাওয়া যায়। আর পঞ্জাব শিবিরে একরাশ হতাশা।