/indian-express-bangla/media/media_files/2025/06/07/sf7DDiY0Fl8HlGXre3Wx.jpg)
বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়
Virat Kohli: সম্প্রতি ২০২৫ আইপিএল (IPL 2025) ট্রফি জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এরপর গত ৪ জুন বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল ট্রফি জয়ের মহোৎসব। তবে এই আনন্দ অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি (RCB Victory Parade Stampede) শুরু হয়ে যায়।
এই ঘটনায় ১১ আরসিবি সমর্থক প্রাণ হারিয়েছেন। এরপর গত ৬ জুন সকালবেলা RCB-র চারজন আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল। এরপর এই ঘটনায় একটি চাঞ্চল্যকর মোড় দেখতে পাওয়া গিয়েছে। এবার কিং কোহলির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
Bengaluru Stampede: মৃত্যু মিছিলে এবার নয়া মোড়, দুর্ঘটনার জন্য দায়ী কারা? প্রকাশ্যে এল নাম
চাপ বাড়ল বিরাট কোহলির উপর
ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে কব্বন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এইচ. এম. ভেঙ্কটেশ নামে একজন বরিষ্ঠ সামাজিক কার্যকর্তা এই অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বেঙ্কটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি FIR দায়ের করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলার সময় প্রথমে এই অভিযোগের যাবতীয় সত্যতা যাচাই করা হবে। এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হবে না।
জড়ো হয়েছিলেন লক্ষাধিক সমর্থক
গত ৩ জুন ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করা হয়েছিল। এই মরশুমে আরসিবি দুর্দান্ত পারফরম্য়ান্স করে। আর ফাইনাল ম্য়াচে তারা পঞ্জাব কিংসকে হারিয়ে খেতাব জয় করে। গত ১৭ বছর আইপিএল টুর্নামেন্টে একবারও খেতাব জিততে পারেনি আরসিবি। তবে ২০২৫ সালে ট্রফির সেই খরা কেটে গেল এবং প্রথমবার ট্রফি জিতল RCB। এই জয়ের পরদিনই বেঙ্গালুরুতে জয়োৎসব আয়োজন করা হয়।
প্রিয় ক্রিকেটারদের একবার চাক্ষুষ করার জন্য বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে জনস্রোত কার্যত হুমড়ি খেয়ে পড়েছিল। সূত্রের খবর, স্টেডিয়ামের বাইরেই প্রায় ৩ লাখ সমর্থক জড়ো হয়েছিলেন। যেখানে গোটা স্টেডিয়ামে রয়েছে রয়েছে মাত্র ৩৫ হাজার আসন। এই পরিস্থিতিতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর এই হুড়োহুড়ির কারণেই ১১ জন সমর্থক প্রাণ হারিয়েছেন। এর পাশাপাশি ৩০-এর বেশি সমর্থক আহত হয়েছেন।
Bengaluru Stampede: পদপিষ্ট-কাণ্ডে বেজায় ফাঁসল RCB, কোহলিদের টিমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পুলিশের
কর্নাটক সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকেও ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।