scorecardresearch

IPL 2019: শেষ কবে জিতেছিলেন বিরাটরা? দেখে নিন লজ্জার পরিসংখ্যান

আইপিএল শুরুর আগেও বেঙ্গালুরুর কোনও ফ্যান কল্পনা করতে পারেননি, কী দেখতে চলেছেন তাঁরা। টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণে রীতিমত দুঃসময় অব্যাহত বিরাট কোহলির ব্রিগেডের। আরসিবি-র কাছে প্লে-অফ এখন কার্যত দিবাস্বপ্নের মতো।

RCB match Delhi Daredevils' 2013 record for maximum consecutive losses in beginning of an IPL season
IPL 2019: শেষ কবে জিতেছিলেন বিরাটরা? দেখে নিন লজ্জার পরিসংখ্যান (ছবি-টুইটার)

আইপিএল শুরুর আগেও বেঙ্গালুরুর কোনও ফ্যান কল্পনা করতে পারেননি, কী দেখতে চলেছেন তাঁরা। টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণে রীতিমত দুঃসময় অব্যাহত বিরাট কোহলির ব্রিগেডের। আরসিবি-র কাছে প্লে-অফ এখন কার্যত দিবাস্বপ্নের মতো।

ক্রমাগত হারতে হারতে জয় কী সেটাই ভুলে গিয়েছে রয়্যালরা। চলতি মরসুমে টানা হাফ ডজন ম্যাচে হারতে হয়েছে বিরাটদের। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এসেছে তাদের সাম্প্রতিক হার। আর এই পরাজয়ের সঙ্গেই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে আরসিবি।

 

আইপিএলের শুরু থেকে সবচেয়ে বেশি হারের নজির যাদের:

২০১৯-এ আরসিবি টানা ৬ ম্যাচ হারল।

২০১৩-তে দিল্লি ডেয়ারডেভিলস টানা ৬ ম্যাচ হেরেছিল।

২০১২ সালে ডেকান চার্জাস ৫ ম্যাচ হেরেছিল।

২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্স টানা ৫ ম্যাচ হেরেছিল।

আরও পড়ুন: সৌরভ জানালেন স্বার্থ সংঘাতের ইস্যুতে তিনি সত্যিই জড়িত কিনা

আইপিএলে টানা হারের পরিসংখ্যান আরসিবি-র:

২০১৮-র ১৯ মে থেকে ২০১৯-এর ৭ এপ্রিল।

২০০৮-এর ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত ছ’বার।

২০১৭-র ২৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পাঁচবার।

হিসেব বলছে গত বছর ১৯ মে শেষবার আইপিএলে জয় পেয়েছিল আরসিবি। আইপিএলে টানা সাত ম্যাচ হারল তারা। এখন ফ্যানেরা শুধু দলের জয়ের অপেক্ষায়। সুদিনের আশায় আরসিবি-র ফ্যানেরা। আগামী শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে পরের ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন লাখ টাকার প্রশ্ন একটাই-বিরাটরা কি জয় পাবেন?

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Rcb match delhi daredevils 2013 record for maximum consecutive losses in beginning of an ipl season