Virat Kohli RCB: ইডেন গার্ডেন্সে দেখা গেল বিরাট ধামাকা। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল ঝকঝকে একটি হাফসেঞ্চুরি। ৩০ বলে অর্ধশতরান করলেন কিং কোহলি। তাঁর ব্যাট থেকে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া গেল। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ফিল সল্ট।
এই ম্যাচে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি ব্রিগেডের হয়ে ওপেন করতে নামেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। প্রাক্তন সংসারের বিরুদ্ধে আগেই জ্বলে উঠেছিলেন সল্ট। তিনি কেকেআর ব্রিগেডের কাটা ঘায়ে নুনের ছিটে দেন। ২৫ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। তিনি এই অর্ধশতরান করতে গিয়ে ৮ বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকান। যদিও ৫৬ রান করে তাঁকে ফিরে যেতে হয়।
তবে ততক্ষণে উল্টোদিকে বিরাট ধামাকা শুরু হয়ে গিয়েছিল। এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছেন অজিঙ্কা রাহানে। কিন্তু, প্রথম ম্যাচেই তাঁকে কার্যত দিশেহারা লাগছে। বিরাট রাজত্বে তিনি কী করবেন, আপাতত সেটাই খুঁজে পাচ্ছেন না।
এই ম্যাচে আরসিবি-র হয়ে খেলতে নেমে বিরাট কোহলি টি-২০ কেরিয়ারে একটি বড় রেকর্ড কায়েম করলেন। তিনি এই নিয়ে ৪০০তম টি-২০ ম্যাচ খেলছে। তৃতীয় ভারতীয় ক্রিকেট হিসেবে কোহলি এই রেকর্ড কায়েম করলেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত তিনি ৪৪৮ ম্যাচ খেলেছেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। এই ফরম্যাটে তিনি ৪১২ ম্যাচ খেলেছেন। এই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বিরাট কোহলি। তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন। টি-২০ কেরিয়ারে তিনি মোট ৪০০ ম্যাচ খেলে ফেললেন।
যদিও আরসিবি-র হয়ে ২৬৮ ম্যাচ খেলেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১২৭ রান করেন। এর পাশাপাশি দিল্লির হয়ে তিনি খেলেছেন পাঁচটি টি-২০ ম্যাচ।